Bike Loan

তাক লাগাল ইয়ামাহা! মারকাটারি লুকে ময়দান কাঁপাতে লঞ্চ হল XSR 155

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ভারত তথা বিশ্বের বহু দেশে ব্যবসা করছে এই কোম্পানি। গত কয়েক বছর ধরে ভারতীয় বাইক প্রেমীদের মনে রীতিমতো রাজত্ব করছে এই কোম্পানি। সবকটি সেগমেন্টেই ভালো কোয়ালিটির টু-হুইলার লঞ্চ করে Yamaha। তবে এই কোম্পানির স্পোর্টস বাইক গ্রাহকদের বিশেষ পছন্দের।

আপনি যদি নতুন স্পোর্টস বাইক কেনার প্ল্যান করে থাকেন, তবে আপনার জন্য দারুন খবর। সম্প্রতি Yamaha ভারতীয় বাজারে তাদের নতুন স্পোর্টস বাইক Yamaha XSR 155 লঞ্চ করেছে। এতে আপনারা আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়া Yamaha XSR 155 -এ রয়েছে আধুনিক ফিচার্স। জেনে নিন বিস্তারিত।

Yamaha XSR 155 বাইকের ইঞ্জিন

এই বাইকে 155cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 1,000 rpm-এ 19 Ps শক্তি ও 8,500 rpm-এ 14 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে প্রতি লিটারে 48.58 কিলোমিটার পথ যাওয়া যায়।

Yamaha XSR 155 বাইকের ফিচার্স

এবার আমরা Yamaha XSR 155-এর ফিচারের সম্পর্কে কথা বলব। এতে আপনারা আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। এই বাইকে LCD ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, চার্জিং সাপোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, LED হেডল্যাম্প, ABS-এর মতো ফিচার পেয়ে যাবেন। এছাড়া LCD ডিজিটাল ডিসপ্লেতে ওডোমিটার, ট্রিপ মিটার ও স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন।

Yamaha XSR 155 বাইকের দাম

এই মডেলটি আপনারা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। ভারতীয় বাজারে Yamaha XSR 155-এর দাম 1.40 লাখ টাকা।