Bike Loan

Top Two Wheeler Insuarance | Bike Insurance | Motorcycle Insuarance Company List

Avatar

Published on:

Best TWO WHEELER INSURANCE

বর্তমান সময় দাঁড়িয়ে খুব কমই এমন মানুষ খুঁজে পাবেন যার কাছে টু-হুইলার নেই। আজকের প্রতিবেদনে আমরা টু-হুইলারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। এটি আপনার প্রিয় টু-হুইলারটিকে সুরক্ষিত রাখবে।

   

অনেকেই হয়তো জানেন না এই টু-হুইলার ইন্সুরেন্স বা বাইক ইন্সুরেন্স ঠিক কী? তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি- এটি এক্সিডেন্ট থেকে শুরু করে গাড়ির যে কোন ড্যামেজ হলে আপনাকে সাহায্য করবে।

টু-হুইলার ইন্সুরেন্স বা বাইক ইন্সুরেন্স কী?

দুর্ঘটনা জনিত কারণে আপনার প্রিয় বাইকটির যদি কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে এই বাইক ইন্সুরেন্স সেই খরচার বিরুদ্ধে আপনাকে কভার করবে। বাইক ইন্সুরেন্সের বেশি কিছু অপশন মার্কেটে উপলব্ধ রয়েছে। সঠিক বাইক ইন্সুরেন্স বাছাই করতে হয়তো আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের সাহায্য করতে আজকের এই প্রতিবেদন।

Best Bike Insurance Company in India

tata aig motorcycle insurance

Tata AIG Motorcycle Insurance

টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাটা গ্রুপ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপ, ইনকর্পোরেটেড (এআইজি) এর মধ্যে একটি যৌথ উদ্যোগ। এই কোম্পানি অনেক রকম Insurance বিক্রি করে আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো Tata AIG Motorcycle Insurance।

royal sundaram insurance two wheeler

Royal Sundaram Insurance

Royal Sundaram Insurance একটি প্রমিনেন্ট ইন্শুরেন্স কোম্পানি। Royal Sundaram Bike Insurance, Royal Sundaram Car Insurance, Royal Sundaram Health Insurance সহ বিভিন্ন ধরনের বীমা পণ্য সরবরাহ করে।

hdfc ergo two wheeler

HDFC Ergo Two Wheeler Insurance

HDFC Ergo একটি লিডিং বীমা সংস্থা। এই সংস্থা HDFC scooty insurance, HDFC activa insurance নামক নানা ধরণের HDFC Two Wheeler Insurance প্রদান করে থাকে।

icici lombard two wheeler insurance own damage

ICICI Lombard Two Wheeler Insurance

ICICI ব্যাঙ্কের Insurance প্রদানকারী কোম্পানি ICICI Lombard Insurance কোম্পানি নামে পরিচিত। এটি ভারতের সব থেকে নামি insurance কোম্পানি গুলির মধ্যে অন্যতম। ICICI Lombard 4 wheeler insurance ও প্রদান করে থাকে।

acko insurance renewal bike

ACKO Insurance Two Wheeler

ACKO Insurance একটি Digital-First ইন্সুরেন্স কোম্পানি যাদের লক্ষ্য হল Online প্লাটফর্ম এর মাধ্যমে Insurance প্রদান করা। Acko online bike insurance কেনা খুবই সহজ একটি পদ্ধতি যা আপনি বাড়িতে বসেই করতে পারবেন।

bajaj two wheeler insurance

Bajaj Allianz Insurance

Bajaj Allianz Two Wheeler Insurance আরো একটি গুরুত্বপূর্ণ Insurance কোম্পানী যারা রাইডারদের চাহিদা অনুযায়ী Insurance Plan দিয়ে থাকে।

liberty general insurance two wheeler renewal

Liberty General Insurance

Liberty General Insurance পরিবারের এবং ব্যবসায়ের বিভিন্ন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। Liberty insurance two wheeler renewal করার জন্যে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করুন।

united india insurance online renewal for 2 wheeler

United India

United India Insurance কোম্পানি হ’ল একটি ভারতের লিডিং ইন্স্যুরেন্স সংস্থা। www.uiic.co.in ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার বাইক এর জন্যে Insurance কিনতে পারেন অথবা United India Isurance Online Renewal ও করতে পারেন।

reliance bike insurance online

Reliance Bike Insurance

Reliance General Insurance বিভিন্ন প্রকারের বীমা পণ্য সরবরাহ করে, যেমন Motor Insurance (Car এবং Two Wheeler), Health Insurance, Travel Insurance, Home Insurance, Office Insurance ইত্যাদি। Reliance Bike Insurance Online করার জন্যে এই কোম্পানির ওয়েবসাইট ভিসিট করুন।

Best Bike Insurance Company in Bangladesh

city insurance

City Insurance

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি দ্বিতীয় প্রজন্মের নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 1996 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

Continental Insurance

Continental Insurance

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় বেসরকারি খাতের সাধারণ বীমা কোম্পানি। এটি 12 ই ডিসেম্বর 1999 তারিখে এর কার্যক্রম শুরু করে।

Nitol Insurance

Nitol Insurance

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গর্বিতভাবে সারা বাংলাদেশে ব্যাপক কভারেজ অফার করে।

Republic Insurance Company Limited

Republic Insurance Company Limited

রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড হ’ল একটি প্রতিষ্ঠিত ইনস্যুরেন্স কোম্পানি যা বীমা পণ্য এবং সেবা সরবরাহ করে। এই কোম্পানি সাধারণত গাড়ি, বাড়ি, স্বাস্থ্য ইত্যাদি ধরনের বিভিন্ন বীমা পণ্য প্রদান করে।

কি কি ধরণের Bike Insurance বাজারে উপলব্ধ আসুন জেনে নেওয়া যাক।

থার্ড পার্টি বাইক ইন্সুরেন্স :

থার্ড পার্টি বাইক ইন্সুরেন্স অর্থাৎ থার্ড পার্টি লাইবেলিটি ইন্সুরেন্স আইনত ভারতের প্রতিটি বাইক মালিকদের জন্য বাধ্যতামূলক। এটি একটি বেসিক পলিসি কভার। যদি এক্সিডেন্টের কারনে কোন তৃতীয় পক্ষের প্রপার্টি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে এই পলিসি কভার আপনাকে খরচের ক্ষেত্রে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ক্ষয়ক্ষতির কোন কভার পাবেন না। থার্ড পার্টি বাইক ইন্সুরেন্স অন্যান্য ইন্সুরেন্সের তুলনায় অনেকটাই সস্তা।

কম্প্রেহেনসিভ বাইক ইন্সুরেন্স :

এই বাইক ইন্সুরেন্স থার্ড পার্টি লাইবেলিটির পাশাপাশি আপনার বাইকের যেকোন ড্যামেজে কভার করবে। এক্সিডেন্ট, চুরি, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ আপনার ইন্সিওরড বাইকটির খরচ কভার করবে। এছাড়া এতে আপনারা জিরো ডিপ্রেশিয়েশন, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, ইঞ্জিন প্রটেক্টর কভার সহ আপনার গাড়ির সেফগার্ড কভার করবে এই ইন্সুরেন্সটি।

ওন ড্যামেজ বাইক ইন্সুরেন্স :

আপনার বাইক যদি হারিয়ে যায় অথবা কোন ড্যামেজ হয়, এক্ষেত্রে এই ইন্সুরেন্স আপনার খরচ কভার করবে। অ্যাক্সিডেন্ট, চুরি, আগুন থেকে ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ অথবা মনুষ্যসৃষ্ট দুর্যোগের কারণে আপনার বাইকের কোন ক্ষতি হলে এটি আপনাকে সাহায্য করবে। আপনি থার্ড পার্টি ইন্সুরেন্সের পাশাপাশি এটি বাইকের অতিরিক্ত সুরক্ষার জন্য নিতে পারবেন।

এছাড়া আপনার ইঞ্জিনের সুরক্ষার জন্য ইঞ্জিন প্রটেক্টেড কভার, টায়ার পাংচার, গাড়ির ব্রেকডাউন ইত্যাদির জন্য রোডসাইড অ্যাসিস্টেন্স কভার সহ কয়েকটি বাইক ইন্সুরেন্স তথা টু-হুইলার ইন্সুরেন্স রয়েছে।