Royal Enfield Hunter 350: বাইকের রাজা আসছে বাজার কাঁপাতে! পকেটে 17,000 টাকা থাকলেই বাইক ঘরে, অফার সীমিত

royal-enfield-hunter-350

Royal Enfield Hunter 350: ভারতের রাস্তায় চার চাকার তুলনায়, আপনারা কিন্তু দু চাকার গাড়ি বেশি দেখতে পাবেন। এর মূল কারণ হলো, এখানকার রাস্তাঘাট তুলনামূলক সরু। এছাড়া ট্র্যাফিক জ্যাম হয় বেশি। তাই অলিগলি দিয়ে শর্টকাটে যাতায়াত করার জন্য দুই চাকার গাড়ির জুড়ি মেলা ভার‌। ভারতে আপনারা বিভিন্ন ধরনের টু হুইলারের সম্ভার পেয়ে যাবেন। ইলেকট্রিক থেকে শুরু করে পেট্রোল ও ডিজেল সব ধরনের টু হুইলার এখানকার মার্কেটে পাওয়া যায়। আজ আমরা এমনই একটি বাইকের কথা আপনাদের বলব।

সম্প্রতি ক্রুজার বাইকের চাহিদা অনেকটা বেড়ে গেছে। আপনিও যদি এমন একটি বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আর বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। কারণ মাত্র 17 হাজার টাকায় পাওয়া যাচ্ছে Royal Enfield Hunter 350। যুবকদের হার্ট বিট বৃদ্ধি করতে বাজারে দুর্দান্ত অফারে উপস্থিত এই মডেল। 399 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকে।

Royal Enfield Hunter 350: পারফরম্যান্স

এই বাইকের শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি পেয়ে যাবেন আধুনিক ফিচার্সের সুবিধা। এছাড়া এর আকর্ষণীয় ডিজাইন দেখলে চোখ ফেরাতে পারবেন না। এই ক্রুজার বাইকে 399 সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই ইঞ্জিন 27 এনএম টর্ক ও 20.40 পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম। দুর্দান্ত পারফর্মেন্সের সাথে এটি বেশ ভালো মাইলেজ দিতে পারে।

Royal Enfield Hunter 350: দাম

বর্তমান সময়ে রয়েল এনফিল্ড খুবই জনপ্রিয় এক নাম। কিন্তু এর দাম নেহাত কম নয়। এই বাইকের এক্স শোরুম দাম 1 লাখ 50 হাজার টাকা থেকে শুরু হয়েছে। তবে সবার পক্ষে এত দাম দিয়ে এই বাইক কেনা সম্ভব নয়। এবার মাত্র 17 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন Royal Enfield Hunter 350। তাও আবার নতুন মডেল।

কীভাবে 17 হাজার টাকায় Royal Enfield Hunter 350 কিনবেন?

এই শক্তিশালী ক্রুজার বাইক 17 হাজার টাকা ডাউন পেমেন্টে কিনতে পারবেন। আর বাকি টাকা 9.5 শতাংশ সুদের হারে 36 মাসের জন্য লোন নিতে হবে। আর আপনাকে প্রতি মাসে 5 হাজার 55 টাকা করে ইএমআই দিতে হবে।