ভারতীয় বাজারে বিভিন্ন কোম্পানির ইলেক্ট্রিক বাইক রয়েছে। আজকাল বেশিরভাগ লোক ইলেক্ট্রিক স্কুটার কেনা শুরু করছে। এই কারণে, ভারতীয় বাজারে 80 কিলোমিটার রেঞ্জ সহ জিও ইলেকট্রিক সাইকেল লঞ্চ হতে পারে। যা স্বল্প বাজেটের মধ্যে আপনার জন্য অন্যতম সেরা বিকল্প। আজ আমরা আপনাদের আসন্ন জিও ইলেকট্রিক সাইকেলের দাম, ফিচার এবং পরফর্মেন্স সম্পর্কে এই প্রতিবেদনে জানাবো।
Jio Electric Cycle: ফিচার্স
জিও ইলেকট্রিক সাইকেল অ্যাডভান্স ফিচারস সহ বাজেট রেঞ্জে আসতে চলেছে। সবার প্রথমে আমরা এই আধুনিক সাইকেলের আমাদের ফিচারগুলি সম্পর্কে আপনাদের জানাবো। এতে টিএফটি ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ডিস্ক ব্রেক সিস্টেম, ফুলি অ্যাডজেস্টেবল এবং পোর্টেবল সিট, এলইডি লাইটিং, ইউএসবি লাইটিং ফিচারিং পোর্ট, মোবাইল ফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি সহ স্মার্ট এবং অ্যাডভান্স ফিচারস দেখতে পাবেন।
Jio Electric Cycle : পারফরম্যান্স
জিও ইলেকট্রিক সাইকেল শুধুমাত্র লুকের দিক থেকে না, অ্যাডভান্স ফিচার্সের ক্ষেত্রেও বেশ ভালো মডেল। সম্পূর্ণ পারফর্মেন্সের ক্ষেত্রেও অন্যান্য ইলেক্ট্রিক সাইকেলের তুলনায় বেশ শক্তিশালী।
এতে শক্তিশালী ইলেক্ট্রিক মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফাস্ট চার্জিং সুবিধার জন্য এটি সম্পূর্ণ চার্জে 80 কিলোমিটার পথ যেতে পারে।
Jio Electric Cycle কবে লঞ্চ হবে?
আপনি যদি এই বছর একটি নতুন ইলেকট্রিক সাইকেল কেনার কথা ভেবে থাকেন তাহলে জিও ইলেক্ট্রিক সাইকেল কিনুন। কারণ এটি বাজেট ফ্রেন্ডলি দামে দুর্দান্ত একটি মডেল।
যদিও এখনও পর্যন্ত কোম্পানি এই মডেলটি বাজারে লঞ্চ করেনি। তবে খুব শীঘ্রই এটি বাজারে চলে আসবে। কিছু সূত্র থেকে জানা গেছে, এটি বাজারে 2025 এর শেষে লঞ্চ হবে।