Bike Loan

Atumobile Atum Version 1.0: মাত্র 7 টাকাতে ছুটবে 100 কিমি! দাম মাত্র 61 হাজার, কিনবেন নাকি?

Aindrila Dhani

Published on:

atumobile-atum-version-1-0-range

Atumobile Atum Version 1.0: আপনি কি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বেশ কাজের হতে চলেছে। সম্প্রতি Atumobile Electric গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি মডেল। এই ইলেকট্রিক বাইকের ফিচার বেশ অ্যাডভান্স। পাশাপাশি দারুন রেঞ্জ দিয়ে থাকে এই বাইক। জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি ইলেকট্রিক বাইকের ক্রেজ হঠাৎ করেই বেড়ে গেছে। একের পর এক নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হয়ে চলেছে ভারতীয় বাজারে। এবার মাঠে নেমেছে Atumobile Atum Version 1.0। এই মডেলের লুক থেকে শুরু করে ফিচার সবকিছুই গ্রাহকদের মন জিতে নিয়েছে। কত দাম এই বাইকের? কত কিলোমিটার রেঞ্জ দেয় এটি?

Atumobile Atum Version 1.0 বাইকের মোটর ও রেঞ্জ

এই ইলেকট্রিক বাইকে 250 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাইকে রয়েছে শক্তিশালী ব্যাটারি প্যাক। Atumobile Atum Version 1.0 ইলেকট্রিক বাইকের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নেয়। এতে কেবলমাত্র একটি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট উপলব্ধ। এই বাইকের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Atumobile Atum Version 1.0 বাইকের দাম

ভারতীয় বাজারে বেশ কিছু ইলেকট্রিক বাইক উপলব্ধ রয়েছে। তবে সেগুলির দাম বেশি হওয়ার কারণে অনেকেই কিনতে পারেন না। Atumobile Atum Version 1.0 আপনারা মাত্র 61 হাজার 500 টাকায় (এক্স শোরুম দাম) কিনতে পারবেন।