Bike Loan

Kia Tasman: চোখধাঁধানো লুক সহ শক্তিশালী ইঞ্জিন! ফিচার দেখলে ঢোক গিলবেন, দাম কত?

Aindrila Dhani

Published on:

kia-tasman-first-pickup-truck

Kia Tasman: বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে Kia Motors। খুব শীঘ্রই তারা নিজেদের প্রথম পিক আপ ট্রাক লঞ্চ করবে। আসলে অস্ট্রেলিয়ার ল্যান্ডস্কেপ থেকে অনুপ্রেরণা নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। Kia Motors-এর আসন্ন পিক আপ ট্রাকের নাম Kia Tasman। এই নাম অস্ট্রেলিয়ার আইসল্যান্ড তাসমানিয়ার ওপর রাখা হয়েছে। এই মডেলটি C সেগমেন্টের এন্ট্রি লেভেল মডেল হতে চলেছে।

Kia Tasman পিক আপ ট্রাকের ডিজাইন

সবার প্রথমেই আমরা এই পিকআপ ট্রাকের ডিজাইন সম্পর্কে কথা বলব। এতে বক্সী আকারের পাশাপাশি কার্ভি এলিমেন্ট যুক্ত করা হয়েছে। সামনের দিকে গ্রিল ও ভার্টিক্যাল স্লেটস রয়েছে। এর সাথে DRL রয়েছে। Kia Tasman-এ ব্যবহৃত স্ট্যাকড হেডল্যাম্প এই ট্রাককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ট্রাকের 4 টি চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে অ্যালয় হুইল রয়েছে।

এই পিক আপ ট্রাক মাল বহনের পাশাপাশি পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্যেও ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফ থেকে Kia Tasman-এর ভিডিও টিজার সামনে আনা হয়েছে। এই মডেলে বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইনও দেখতে পাবেন আপনারা। বিখ্যাত শিল্পী রিচার্ড বয়েড ডানলপের বানানো স্টিকার এই গাড়িতে লাগানো হয়েছে। এটি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে।

Kia Tasman: ইঞ্জিন ও স্পেসিফিকেশন

এই পিক আপ ট্রাকে 2.2 লিটারের টার্বো চার্জড, 2213cc-র 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এছাড়া এতে ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই গাড়িতে ডিজেল ব্যবহৃত হয়। এই গাড়ির দৈর্ঘ্য 5,325 মিলিমিটার।

Kia Tasman পিক আপ ট্রাকের আনুমানিক দাম

এই পিক আপ ট্রাক প্রথমে কোরিয়া, অস্ট্রেলিয়া আর আফ্রিকার অটোমোবাইল সেক্টরে লঞ্চ করা হবে। এরপর এটি ভারতে লঞ্চ হবে। Kia Tasman আমাদের দেশে লঞ্চ হওয়ার পরেই সঠিক দাম জানা যাবে। তবে এই পিক আপ ট্রাকের আনুমানিক দাম 30 লাখ টাকা।