Bike Loan

Suzuki Gixxer 150 : সুজুকির এই বাইক নিয়ে চর্চা তুঙ্গে! সস্তার বাইকে বিদেশি লুক

Aindrila Dhani

Published on:

suzuki-gixxer-150-bike-features-and-price

Suzuki Gixxer 150: বর্তমানে ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়লেও পেট্রোল চালিত বাইককে কিন্তু টক্কর দিতে পারছে না। আসলে পেট্রোল চালিত বাইকের আকর্ষণীয় ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিনের কারণে মূলত এই জনপ্রিয়তা। এছাড়া এই বাইক চার্জ হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না।

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? তবে Suzuki-র এই মডেলটি কিনতে পারেন। এই প্রতিবেদনে আমরা কথা বলব Suzuki Gixxer 150-এর সম্পর্কে। এই বাইকের দাম কত? কী কী ফিচার্স রয়েছে? কত মাইলেজ দিতে পারবে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Suzuki Gixxer 150 বাইকের ইঞ্জিন ও মাইলেজ

এই বাইকে 155cc -র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 13.6 Ps শক্তি ও 13.8 Nm টর্ক উৎপাদন করে। Suzuki Gixxer 150 প্রতি লিটারে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। রাইড কানেক্ট অ্যানিভার্সারি উপলক্ষে এই বাইক সামনে আনা হয়েছে। এতে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

Suzuki Gixxer 150 বাইকের ফিচার্স

Suzuki Gixxer 150 তে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল কনসোল, টুইন মাফলার, ডিস্ক ব্রেক, অ্যান্টি লক বেকিং সিস্টেম, স্প্লিট সিট, সাইড স্ট্যান্ড ইন্টার লক, LED হেডলাইট ও LED টেইল লাইট সহ বেশ কিছু ফিচার রয়েছে। এই বাইকে একটি মাত্র স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে।

Suzuki Gixxer 150 বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.35 লাখ টাকা থেকে। আর এই মডেলের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1.41 লাখ টাকা‌।