Bike Loan

TVS Apache RR 310: বাজিমাত করবে টিভিএসের নতুন বাইক! স্পিড এমন পাশ দিয়ে গেলে তাকানোর সুযোগ পাবেন না

Aindrila Dhani

Published on:

tvs-apache-rr-310-price

Apache RR310: চলে এসেছে TVS-এর নতুন বাইক। এর স্পিড দেখলে আপনারা চমকে যাবেন! কত দাম এই নতুন বাইকের? কী কী ফিচার্স রয়েছে এতে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

বর্তমান সময়ে TVS একটি নামকরা টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দুর্দান্ত লুক আর দারুন মাইলেজের মাধ্যমে যুবকদের মন জিতে নিতে এসেছে TVS Apache RR310। ইতিমধ্যে এই বাইকটি ভারতে লঞ্চ হয়েছে। এতে মাস্কুলার বডি ওয়ার্ক রাখা হয়েছে।

TVS Apache RR310 বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স

সবার প্রথমেই আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। TVS Apache RR310 বাইকে 312cc-র 4 স্ট্রোক সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 34 Ps শক্তি ও 27.3 Nm টর্ক উৎপাদন করে। প্রতি লিটারে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই বাইক।

TVS Apache RR310 বাইকের ফিচার্স

এই বাইকে স্পোর্টি ডিজাইনের পাশাপাশি আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে। এতে আপনারা LED লাইটিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া ডিজিটাল স্পিডোমিটার সহ বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। TVS Apache RR310-এ ব্লুটুথ কানেক্টিভিটি আর নেভিগেশন সিস্টেমের সুবিধা দেওয়া হয়েছে।

TVS Apache RR310 বাইকের দাম

ভারতের রাস্তা তুলনামূলক সরু হবার কারণে টু-হুইলারের ব্যবহার বেশি দেখা যায়। আপনি যদি TVS Apache RR310 কিনতে চান তাহলে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন। এই বাইকের দাম কিন্তু খুব একটা বেশি রাখা হয়নি। ভারতীয় মার্কেটে এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 3 লাখ টাকা থেকে। এই বাইকে আপনারা আধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন আর দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন। আপনারা নগদে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে ডিলারশিপের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষয়ে আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন।