Bike Loan

Ola Solo: এবার চালক ছাড়াই চলবে স্কুটার! ওলা-র অদ্ভুত আবিষ্কারে হতবাক নেটিজেনরা!

Aindrila Dhani

Published on:

ola-solo-launch-date

চালক ছাড়াই চলবে স্কুটার! এও কি সম্ভব? শুনতে অসম্ভব লাগলেও, বাস্তবে এমন‌ ঘটনাই ঘটেছে। এবার থেকে চালক ছাড়াই চলবে ইলেকট্রিক স্কুটার। অনেকেই স্কুটার চালাতে না জানার কারণে সমস্যায় পড়েন। এবার থেকে স্কুটার চালাতে না পারলেও কোনো অসুবিধা হবে না। কারণ Ola Electric নিয়ে এসেছে নতুন প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার।‌ জেনে নিন বিস্তারিত।

Ola Electric-এর এই নতুন ইলেকট্রিক স্কুটার চালক ছাড়াই চলবে। এটি সেল্ফ ব্যালেন্স টেকনোলজি দ্বারা তৈরি মডেল। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI-এর ব্যবহার করা হয়েছে। এই স্মার্ট ইলেকট্রিক স্কুটারে আপনারা আরামদায়ক আর সুরক্ষিত রাইডিং উপভোগ করতে পারবেন। এই অবিশ্বাস্য ইলেকট্রিক স্কুটারের নাম ‘Ola Solo’।

এর আগেও Ola Electric সাধারণ মানুষকে অবাক করেছে। এই কোম্পানির ক্রুজ কন্ট্রোল ইলেকট্রিক স্কুটার সবাইকে অবাক করে দিয়েছিল। এবার কোম্পানি AI টেকনোলজি সমৃদ্ধ নতুন ইলেকট্রিক স্কুটার আমাদের সামনে এনেছে। এই মডেলে LMA09000 চিপের ব্যবহার করেছে। এতে অটোনমাসের ব্যবহার করা হয়েছে। সেল্ফ ব্যালেন্স হওয়ার কারণে এটি নিজে নিজেই চলতে পারে।

গ্রাহকের সুবিধার জন্য Ola Solo তে ভয়েস ইন্টারফেস যুক্ত করা হয়েছে। এতে 22 টির বেশি ভাষা থাকবে। এছাড়া হেলমেট অন করতে ফেস রিকগনিশন টেকনোলজির সাহায্য নিতে হবে। এতে ব্যবহৃত হিউম্যান মোড, ট্রাফিকের সময় আপনাকে সাহায্য করবে।

তবে এই ইলেকট্রিক স্কুটারের খুব একটা তথ্য আমাদের সামনে আনা হয়নি। এখনও পর্যন্ত Ola Solo-র লঞ্চ আর দাম সম্পর্কে কোনো তথ্য কোম্পানি জানায়নি। 1 লা এপ্রিল Ola Electric-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই মডেলের হিন্টস্ দেওয়া হয়েছিল। যা অনেকেই ‘এপ্রিল ফুল’ -এর মজা ভেবে উড়িয়ে দিয়েছিলেন।

তবে Ola Electric-এর CEO ভবেশ আগারওয়াল এই ইলেকট্রিক স্কুটারের একটি ভিডিও সামনে আনার পর সকলে রীতিমতো চমকে গেছে। ইতিমধ্যে ভিডিওটিতে 8 লাখের বেশি ভিউ হয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই Ola Solo সম্পর্কে আরও তথ্য আমাদের সামনে আসবে।