Bajaj তার সবথেকে বড় ও শক্তিশালী Pulsar লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। আসন্ন Pulsar NS400-এর টিজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির তরফ থেকে আপলোড করা হয়েছে। এই বাইকের গতি টিজারে সবথেকে বেশি হাইলাইট করা হয়েছে। এছাড়া এতে 400cc-র কাছাকাছি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি Bajaj Pulsar-এর সবথেকে বড় ডিসপ্লেসমেন্ট।
Pulsar NS400: ইঞ্জিন ও সাসপেনশন
শোনা যাচ্ছে, Bajaj তার Pulsar NS200 মডেলে নতুন KTM 390 Duke অথবা Dominar 400-এর ইঞ্জিন ব্যবহার করতে পারে। আশা করা যাচ্ছে এই মডেল সর্বাধিক 40 bhp শক্তি ও 35 Nm থেকে 37 Nm টর্ক জেনারেট করবে। এই বাইকের ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ারবক্স থাকতে পারে। অপরদিকে Pulsar NS400 মডেলে Pulsar NS200 বাইকের পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হতে পারে। এর সাথে থাকতে পারে আপ সাইড ডাউন ফোর্ক ও প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন।
Pulsar NS400 বাইকের ব্রেকিং সিস্টেম
ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকের সামনে 320 মিলিমিটারের ডিস ব্রেক আর পিছনে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হবে। এই বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল থাকবে। Pulsar NS400 মডেলের চাকার ডিজাইন Pulsar NS200-এর মতো রাখা হয়েছে।
Pulsar NS400: লুক ও ডিজাইন
স্টাইলিং এর কথা বলতে গেলে, Pulsar NS400 মডেলের মাসকুলার বড় বডি প্যানেল থাকবে। এছাড়া এই নতুন মডেলের রং আর গ্রাফিক্স ডিজাইনে নতুনত্ব দেখা যাবে। আপনারা এর আগে এমন লুক কোন Bajaj Pulsar বাইকে দেখেননি।
Pulsar NS400 বাইকের ফিচার্স
এবার আমরা কথা বলব Pulsar NS400 বাইকের সম্ভাব্য ফিচার্স সম্বন্ধে। এই ফ্ল্যাগশিপ মডেলে সম্পূর্ণ LED লাইট, ডবল চ্যানেল অ্যান্টি লক বেকিং সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি আর ডিজিটাল ডিসপ্লে থাকবে।
Pulsar NS400 বাইকের সাম্ভাব্য দাম
Bajaj Pulsar তার দামের জন্য বিখ্যাত। Pulsar NS400 মডেলের দাম 2 লাখ টাকা থেকে 2.3 লাখ টাকার মধ্যে রাখা হতে পারে।