2024 এর ফেব্রুয়ারিতে Hero Motocorp তার ফ্ল্যাগশিপ মডেল Hero Mavrick 440 লঞ্চ করেছিল। এটি Harley Davidson X440-এর সাথে মিলিতভাবে ডেভেলপ করা হয়েছিল। ফলে এই দুটি মডেলের মধ্যে বেশকিছু মিল রয়েছে। এবার কোম্পানির তরফ থেকে Hero Mavrick 440 ডেলিভারির দিন ঘোষণা হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Hero Mavrick 440 -তে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক সহ মর্ডাণ ও রেট্রো ডিজাইনের মেলবন্ধন করা হয়েছে। কোম্পানি ফুয়েল ট্যাঙ্ক, স্রাউড ও ফেন্ডারের জন্য মেটাল ব্যবহার করেছে। এছাড়া এতে LED লাইট ব্যবহার করা হয়েছে। অপরদিকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নেগেটিভ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন।
Hero Mavrick 440 বাইকের ইঞ্জিন
এই বাইকে 440cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 6,000 rpm -এ 27 bhp শক্তি ও 4,000 rpm -এ 36 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। এই বাইকে চড়ে শহরতলী হোক বা হাইওয়ে সব জায়গাতেই আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।
Hero Mavrick 440-র হার্ডওয়্যার
এই বাইকে স্টিল ট্রেলিস ফ্রেম রয়েছে। এছাড়া Hero Mavrick 440 -র সামনের দিকে 43 মিলিমিটারের টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে 7 স্টেপ এডজাস্টেবল টুইন শক অ্যাবজার্ভার রয়েছে। ব্রেকিংয়ের জন্য এই বাইকের সামনের চাকায় 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই মডেলে।
Hero Mavrick 440-র দাম
Hero Mavrick 440 তে তিনটি ভেরিয়েন্ট রয়েছে। যথা :- বেস ভেরিয়েন্ট, মিড ভেরিয়েন্ট ও টপ ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1.99 লাখ টাকা। মিড ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 2.14 লাখ টাকা। আর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 2.24 লাখ টাকা। এই মডেলগুলি কেবলমাত্র প্রিমিয়া ডিলারশিপের মাধ্যমেই বিক্রি করা হবে। এটি 15 ই এপ্রিল থেকে ডেলিভারি শুরু হয়েছে। যাঁরা 15 ই এপ্রিলের আগে Hero Mavrick 440 -র বুকিং করেছিলেন তাঁরা 10 হাজার টাকার Mavrick Kit ও মার্চেন্ডাইজ পেয়ে যাবেন।