Bike Loan

Yamaha R15 M : যুব প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে আসছে R15 M-এর আপডেটেড ভার্সন, লুক দেখে দাঁড়িয়ে যাবে চোখ

Aindrila Dhani

Published on:

Yamaha R15 M

Yamaha R15 M : সম্প্রতি নতুন Yamaha R15 M ভারতে প্রদর্শন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই মডেলের লঞ্চ হয়নি। এটি Yamaha R15M-এর নতুন ভার্সন। Yamaha R1 মডেলের অনুসরণে এই নতুন ভার্সনটি প্রস্তুত করা হয়েছে। বাইকপ্রেমীরা দেখলে বুঝবেন R1-এর অনুসরণে এই নতুন মডেলটির রং করা হয়েছে। এই বাইকে আপনারা কার্বনের কাজ দেখতে পাবেন। আকর্ষণীয় গ্রাফিক্সের ডিজাইনও করা হয়েছে এই মডেলে।

Yamaha R15 M-এর ফিচারস সহ বিস্তারিত তথ্য : 

এই বাইকে নতুন আপডেটের ভীষণ দরকার ছিল। তবে খুব একটা পরিবর্তন করা হয়নি এই নতুন ভার্সনে। অনেকেই ভেবেছিলেন Turn By Turn Navigation যুক্ত করা হবে এই মডেলে। কিন্তু তা হয়নি। আগের মতই এতে TFT Display দেখতে পাবেন আপনারা। পিছন দিকে যুক্ত করা হয়েছে Adjustable Suspension। এমনকি সামনের দিকেও Adjustable Suspension যুক্ত করা হয়েছে। আগের তুলনায় এই বাইকের পিছনের চাকা উন্নত মানের দেখতে পাবেন।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

শোনা যাচ্ছে, R15M-এর নতুন রং ফেব্রুয়ারির শেষের দিকে লঞ্চ হবে। সম্পূর্ণ লুকের কথা বলতে গেলে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। একবার তাকালে হয়তো চোখ ফেরাতে পারবেন না আপনারা। Yamaha R15M-এর নতুন ভার্সন ইতিমধ্যে প্রদর্শন করা হয়েছে। তাই আশা করা যায় ফেব্রুয়ারি মধ্যেই এটি লঞ্চ হয়ে যাবে। তবে অফিসিয়ালি লঞ্চ করা হবে না।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

আপনারা শোরুমে এই মডেলটি সরাসরি দেখতে পাবেন। এর আগের মডেলটি E20 Fuel ভার্সন ছিল, তাই মনে করা হচ্ছে এটিও একই রকম হতে পারে। এই মডেলের সামনে আপনারা 282 mm ডিস্ক ব্রেক আর পিছনে 220 mm ডিস্ক ব্রেক দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে এই মডেলের এক্স শোরুম মূল্য প্রায় 2 লাখ টাকা হতে পারে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না