Bike Loan

Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

Aindrila Dhani

Published on:

Honda CB350 Scrambler

Honda CB350 Scrambler : জাপানি বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি Honda তার CB350 লাইন আপ বাড়াতে চলেছে। এই লাইন আপে যুক্ত হবে দুটি নতুন মডেল। এই দুটি মডেলের মধ্যে থেকে প্রথম মডেলটি হল Scrambler আর অপরটি Adventure Bike হবে। সম্প্রতি এই আসন্ন বাইক দুটির কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে মর্ডান লুকের সাথে রেট্রো স্টাইল হতে চলেছে এই বাইকের। CB350 মডেলের প্ল্যাটফর্মের মতো হতে পারে এই বাইক।

Honda CB350 Scrambler-এর বিস্তারিত তথ্য : 

এই মডেলে Upswept Exhaust, Round Headlamp ও Teardrop Shaped Fuel Tank থাকবে। পেটেন্ট ছবি অনুযায়ী, এই মোটরসাইকেলে 2 Piece Seat ও একটি Short Tail Section থাকবে। এটি Vintage নির্ভর ডিজাইন হতে চলেছে। এতে 349cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে।

আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক

এই বাইকের মোটর সর্বাধিক 21bhp শক্তি ও 30Nm টর্ক উৎপাদন করবে। এছাড়া এই ইঞ্জিনিয়ার সাথে থাকবে 5 স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এই মডেলের সামনে Telescopic Fork থাকবে। এই Scrambler-এ Capable Suspension থাকবে। রিপোর্ট অনুযায়ী, Honda খুব শীঘ্রই তার CB350 Adventure মডেলের ওপর থেকে পর্দা সরাবে। এই মডেলটির ডিজাইন খানিকটা Royal Enfield Himalayan এর মত হতে পারে। এই মডেলের সামনে Wind Protection যুক্ত করা হতে পারে।

আরও পড়ুন : Hero Splendor Plus : Electric Bike-কে টেক্কা দেবে Hero-র দুর্দান্ত এই পেট্রোল বাইক! আজই বাড়িতে আনুন মাত্র 15 হাজারে

এছাড়া High Set Front Fender ও Scooped Out Seat থাকবে। এই মডেলে 350 cc ইঞ্জিন থাকতে পারে। ফিচারস বলতে এই মডেলে All LED Lighting, Digital Instrument Console, Ride Modes, Bluetooth Console, Dual Channel ABS ইত্যাদি থাকবে।