Bike Loan

Yamaha FZX Chrome : দুর্দান্ত ফিচারস নিয়ে বাজারে এলো Yamaha-র এই বাইক, বুকিং করুন মাত্র 2 হাজারে

Aindrila Dhani

Published on:

Yamaha FZX Chrome : বেশ কিছুদিন আগে Yamaha FZX Chrome এডিশন সম্পর্কে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল। এবার এই মডেল দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত মবিলিটি গ্লোবাল এক্সপোর্ট 2024 এ লঞ্চ হয়েছে। মাত্র 2 হাজার টাকায় নিতে পারবেন এই মডেলটি। কিভাবে মাত্র 2 হাজার টাকায় Yamaha FZX Chrome আপনার হবে? কী কী বিশেষত্ব আছে এই নতুন এডিশনে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

   

Yamaha FZX Chrome-এর বিস্তারিত তথ্য : 

Yamaha FZX Chrome রাইডারদের জন্য দারুন এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে। এটি একটি Neo Retro বাইক। খোলা রাস্তায় চালাতে দারুন মজা লাগবে রাইডারদের। বলাই বাহুল্য, Yamaha FZX Chrome আপনাদের মুক্তির স্বাদ দেবে। এতে রয়েছে Traction Control System। Wheelspin আটকাতে সাহায্য করবে এই ইলেকট্রনিক সিস্টেম। এই মডেলে 20 শতাংশ ইথানল এর মাধ্যমে বাইক চালানো যাবে। 80 শতাংশ পেট্রোল আর 20 শতাংশ ইথানলের মিশ্রণে রাস্তায় চলবে এই মডেল। এছাড়া এতে রয়েছে স্টাইলিশ LCD instrument display। Circular প্যাটার্নের মধ্যে analog ডিজাইন রয়েছে এতে। এই ডিসপ্লেতে আপনারা স্মার্টফোনের নোটিফিকেশন দেখতে পাবেন।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এছাড়া এতে রয়েছে 149 cc air cooled, 4 stroke, SOHC, 2 valve ইঞ্জিন। এই মডেলের Compression Ratio 9.6:1। Yamaha FZX Chrome বাইক 7250 rpm এ সর্বোচ্চ 9.1kW (12.4 PS) শক্তি আর 5500 rpm এ 13.3 Nm (1.4kgfm) টর্ক উৎপাদন করে। এটি ইলেকট্রিক স্টার্টার এর মাধ্যমে শুরু হয়। এতে রয়েছে Transistor Controlled Ignition। এই বাইকের চালকের আসনের উচ্চতা 810 mm। Yamaha FZX Chrome মডেলের wheelbase 1,330 mm আর Ground clearance 165 mm। এই মডেলটির ওজন 139 কেজি। এর সাথে রয়েছে 12V ব্যাটারি ক্যাপাসিটি। দিল্লিতে এই ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1 লাখ 39 হাজার 700 টাকা।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

Yamaha FZ X এর নতুন রঙের ভেরিয়েন্ট অনলাইনে বুক করলে প্রথম 100 জন গ্রাহক ডেলিভারির সময় Casio G-Shock ঘড়ি পেয়ে যাবেন। মাত্র 2 হাজার টাকার বিনিময় এই মডেলটি আপনারা বুক করতে পারবেন। Yamaha দাবি করেছে, তারা ক্রমাগত তাদের মডেলগুলিতে নতুন নতুন আপডেট আনতে থাকে। এই Chrome finish ফুয়েল ট্যাঙ্কে ও circular headlamp এ দেখা যাবে। অপরদিকে body panel ও fender এ কালো রঙ থাকবে। এছাড়া side mounted exaust, single piece grab rail, mirrors, Rear mudguard করো রঙে থাকবে। Yamaha FZ X মডেলের লোগোর ডিজাইন কন্ট্রাস্ট লুক দেওয়ার জন্য হলুদ রঙে করা হয়েছে।