Bike Loan

Yamaha FZ S V4 : নতুন রূপে বাজারে আসছে Yamaha FZ S, লুক ও ফিচারস দেখে দাঁড়িয়ে যাবে চোখ

Aindrila Dhani

Published on:

Yamaha FZ S V4 চলে এসেছে সাদা রংয়ের ম্যাট ফিনিশে। এর আগে হয়তো আপনারা Yamaha MT 15 সাদা রঙে দেখে থাকবেন। এবার Yamaha-র আরেকটি মডেল সাদা রঙ আসতে চলেছে। কমলা আর সাদা রংয়ের কম্বিনেশনে Yamaha MT 15 আগে প্রচুর বিক্রি হতো। এই একই কম্বিনেশনে লঞ্চ হবে Yamaha FZ S V4।

Yamaha FZ S V4-এর বিস্তারিত তথ্য : 

এই মডেলে Single Channel ABS রয়েছে। Dual Channel ABS এতে যোগ করা হয়নি। Yamaha FZ S V4 মডেলের চাকায় আপনারা লাল রঙের বর্ডার দেখতে পাবেন। এই বাইকে কালো রংয়ের ট্যাঙ্ক রয়েছে। সাদা আর কালো রংয়ের কম্বিনেশন খুব সুন্দর ফুটে ওঠে আর দেখতেও আকর্ষণীয় লাগে। এতে কালো রংয়ের গ্রিল দেওয়া হয়েছে। আর এর পাশেই রয়েছে FZ S কালো রঙের ম্যাট ফিনিশে 3D লোগো।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই মডেলের ইঞ্জিন কালো রংয়ের ম্যাট ফিনিশে রাখা হয়েছে। Yamaha FZ S V4 বাইকে 155 cc-র ইঞ্জিন রয়েছে। এই মডেল সর্বোচ্চ 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটারের মধ্যে মাইলেজ দিতে পারে। সাধারণত এটি 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এতে সর্বোচ্চ 11 PS শক্তি জেনারেট হয়। এই মডেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 10-12 লিটার। এই বাইকের সিট কিন্তু বেশ কম্ফোর্টেবল। বাইকটি চালানোর সময় বা দীর্ঘক্ষণ বসার জন্য এমন সিট বেশ ভালো লাগবে আপনাদের। এই মডেলের পিছনে MT 15 এর মতো Tail light দেওয়া হয়েছে। ভালো কোয়ালিটির Single Grab Rail রয়েছে এতে। পিছন দিকে কালো রংয়ের Monoshock Suspension দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

এটি 80 শতাংশ পেট্রোলের সাথে 20 শতাংশ ইথানল মিশিয়ে চালানো যাবে। ফলে আপনাদের পেট্রোলের খরচ খানিকটা কম হবে বলেই মনে হচ্ছে। এতে Speedometer রয়েছে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।