TVS Norton V4CR : ভারতীয় বাজারে মোটরসাইকেলের চাহিদা বরাবর ঊর্ধ্বমুখী। এখন অনেকেই প্রিমিয়াম ডিজাইন কোয়ালিটির মোটরসাইকেল কিনতে চান। এবার TVS ভারতে সামনে নিয়েছে তার TVS Norton V4CR Café Racer। ভারতের রাস্তা তুলনামূলক সরু হওয়ার কারণে, এখানে চার চাকার গাড়ির থেকে বেশি দুই চাকার গাড়ি দেখা যায়। আজকের প্রতিবেদনে এই প্রিমিয়াম বাইকের সম্বন্ধে জেনে নিন।
TVS Norton V4CR Café Racer এর বিষয়ে বিস্তারিত :
TVS ভারত এক্সপো 2024 এ একটি দুর্দান্ত প্রিমিয়াম মোটরসাইকেলের ওপর থেকে পর্দা সরিয়েছে। বাইকটি হল Norton V4CR Café Racer৷ কয়েক বছর আগে কোম্পানির অধিগ্রহণের পর এই প্রথম TVS এই মোটরসাইকেলটি ভারতে এনেছে। এই প্রিমিয়াম ব্র্যান্ডটিকে ভারতে পরিচয় করিয়ে দিতে ভারত এক্সপোতে প্রদর্শন করা হয়েছে V4CR Café Racer৷ তবে কোম্পানির ভারতে V4CR Café Racer লঞ্চ করার কোন পরিকল্পনা আপাতত নেই। কারণ এই ধরনের বিশেষ মোটরসাইকেলের জন্য ভারতে খুব কমই চাহিদা আছে।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
TVS Norton V4CR Café Racer-এ বড় 1200cc V4 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 185bhp এবং 125Nm টর্ক তৈরি করে। Ohlins Suspension এর মতো অনেক উচ্চ-মানের উপাদান এবং প্রচুর ইলেক্ট্রনিক্স ব্যবহার করা হয়েছে। TVS-এর Norton ব্র্যান্ডের সাথে তার প্রিমিয়াম বেস প্রসারিত করার বড় পরিকল্পনা রয়েছে। ভারতীয় কোম্পানি Norton মোটরসাইকেল একটি বড় পরিসরে কাজ করছে, যা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হতে পারে।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট The Technology Updates ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।