Bike Loan

Triumph Tiger Rally 660 : KTM ও R15-কে টক্কর দিতে বাজারে আসছে Triumph-এর Tiger Rally 660, লুক দেখেই ঘুরবে মাথা

Aindrila Dhani

Published on:

Triumph Tiger Rally 660

Triumph Tiger Rally 660 : Triumph-এর 660 cc সেগমেন্টে দুটি মোটরসাইকেল আপনারা চিনতে পারবেন। Triumph Trident 660 আর Tiger Sport 660 এই মুহূর্তে অ্যাভেলেবেল। তবে কোম্পানির তরফ থেকে তৃতীয় আরেকটি মডেল সম্পর্কেও ভাবনা চিন্তা চলছে। খুব সম্ভবত এই সেগমেন্টে লঞ্চ হতে পারে Triumph Tiger Rally 660।

Triumph Tiger Rally 660

Triumph Tiger Rally 660-এর বিস্তারিত তথ্য : 

প্রায় চার বছর আগে ইন্টারনেট একটি ছবি ফাঁস হয়েছিল। ওই ছবিতে তিনটি বাইকের digital rendering দেখা গিয়েছিল। ওই তিনটি বাইকের মধ্যে থেকে দুটি বাইক ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মার্কেটেও এই দুটি বাইক উপলব্ধ। খুব শীঘ্রই তৃতীয় মোটরসাইকেলটি লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে, Tiger এর 660 cc ভার্সনের ওপর থেকে এই বছর পর্দা উঠানো হবে।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

আপনারা জানিয়ে রাখি, এই ব্রিটিশ সংস্থা বড়োসড় লঞ্চের আগে এক থেকে দুই বছরের গ্যাপ রাখে। ইতিমধ্যে এই সংস্থার Trident 660 আর Tiger Sport 660 লঞ্চ হয়েছে। ব্র্যান্ড যদি এই একই পথে হাটতে চায় তাহলে 2025 এর মধ্যে Tiger Rally 660 ভারতীয় মার্কেটে চলে আসবে। এই সংস্থা 2024 EICMA শো তে সবার সামনে নতুন মডেলটি আনতে পারে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে মিডেল ওয়েট মডেল লঞ্চ সম্পর্কে বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছে। Triumph Tiger Rally 660 মডেলের সেগমেন্টে একেবারে বদল আসতে পারে। এই ধরনের মডেল কিন্তু ভারতীয় বাজারে বেশ দরকার। তবে সেক্ষেত্রে এমন মোটরসাইকেলের দাম তুলনামূলক কম রাখতে হবে।

Triumph Tiger Sport 660 Official Teaser : Click Here