Triumph Scrambler 1200 X : সম্প্রতি ভারতের লঞ্চ হয়েছে Triumph 1200 X। এই মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 11 লাখ 83 হাজার টাকা থেকে। এটি Scrambler 1200 XC এর উত্তরসূরী। এই মোটরসাইকেলটি Scrambler 1200 XC র তুলনায় সহজলভ্য। তবে অফ রোড রাইডিং এর ক্ষেত্রে ZE ভার্সন তুলনামূলক ভালো। ভারতে এই লাইন আপে কেবলমাত্র Scrambler 1200 X মডেলটি উপলব্ধ।
Triumph Scrambler 1200 X-এর বিষয়ে বিস্তারিত
এই মোটরসাইকেলটিতে 1200 cc, Liquid Cooled, 8 Valve, Parallel Twin ইঞ্জিন রয়েছে। যা 89 bhp শক্তি ও 110 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে Multi Plate Assist Clutch ও 6 স্পীড ওয়েট। এই মডেলে Circular Headlamp রয়েছে। এই বাইকটির সিটের উচ্চতা 820 mm। ফলে কম উচ্চতার রাইডারদের জন্য এই বাইক চালানো বেশ কমফোর্টেবল হতে চলেছে। এই বাইকটির সামনে রয়েছে 21 ইঞ্চি Wire Spoke Wheel আর পিছনে রয়েছে 14 ইঞ্চি Wheel। রাইডারদের সুবিধার জন্য এতে TFT Display সহ Multi Functional LCD Instrument যুক্ত করা হয়েছে। এই মডেলে Bluetooth ফিচার পেয়ে যাবেন। এর মাধ্যমে Turn By Turn Navigation ও Notification Alert পেয়ে যাবেন রাইডার।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
Triumph Scrambler 1200 X মডেলে tubular Steel frame রয়েছে। এর সামনে Marzocchi forks আর পিছনে Marzocchi preload adjustable monoshock যুক্ত করা হয়েছে। এই বাইকটির সামনে 310 mm ডিস্ক ব্রেক আর পিছনে 255 mm ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এতে Two Piston Nissin Axial Caliper যোগ করা হয়েছে। এই মোটরসাইকেলে পাঁচটি রাইডিং মোড পেয়ে যাবেন। যথা- Rain, Road, Sport, Off road ও Rider configurable।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন পড়ার জন্য ধন্যবাদ।