Triumph Daytona 660 : ইউরোপীয় গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে Triumph Daytona 660। এই মডেলটির দাম শুরু হচ্ছে EUR 10,045 থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় 8 লাখ 98 হাজার টাকা। এটি একটি মিডল ওয়েট স্পোর্টস বাইক। এই মডেলে মর্ডান লুক আর ডিজাইন দেখতে পাবেন আপনারা। খুব শীঘ্রই ভারতের লঞ্চ হতে চলেছে Triumph Daytona 660। ইতিমধ্যে ব্র্যান্ডের ওয়েবসাইটে এই মডেলটিকে তালিকাভুক্ত করা হয়েছে। পূর্ববর্তী 675 cc ভার্সনের থেকে Triumph Daytona 660 মডেলটি বেশ খানিকটা আলাদা। এই মোটরসাইকেলে Aggresive ডিজাইন করা হয়েছে।
Triumph Daytona 660-এর বিস্তারিত তথ্য
এই মডেলে Split LED Headlights যোগ করা হয়েছে। এছাড়া এতে বেশ বড় ট্যাংক পেয়ে যাবেন। এই ডিজাইনে Carnival Red, Satin Granite আর Snowdonia White-এর মত রং দেখতে পেয়ে যাবেন। Triumph Daytona 660 মডেলে বেশ কিছু দুর্দান্ত ফিচারস যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
এতে আপনারা Smartphone Connectivity ও LED Lights সহ বেশ কিছু ফিচারস পেয়ে যাবেন। এই মোটরসাইকেলে তিনটি রাইডিং মোড রয়েছে। যথা- Sport, Road ও Rain। এই বাইকের সামনে রয়েছে দুটি 310 mm ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে একটি 220 mm ডেস্ক ব্রেক। এর সাথে রয়েছে 17 ইঞ্চির চাকা।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
এই মডেল এ আপনারা 660 cc Liquid Cooled, Inline 3 Cylinder ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 93 bhp শক্তি ও 69 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলে আপনারা multi plate Clutch ও Assist-এর মতো ফিচার পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই মডেলটির সরাসরি প্রতিযোগিতা হবে Kawasaki Ninja 650, Honda CBR650R ও Yamaha R7-এর সাথে।