Suzuki GSX-8R : মার্কেট কাঁপাতে আসছে Suzuki-র নতুন বাইক, লুক ও ফিচারস দেখে চমকে যাবেন

Suzuki GSX-8R

Suzuki GSX-8R : ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এ বেশ কিছু স্বনামধন্য কোম্পানি নিজেদের মডেল সামনে এনেছে। Hero Xtreme 800 DE ছাড়াও Suzuki Motorcycle India এই ইভেন্টে GSX-8R এর প্রদর্শন করেছে। 800 DE র সমান এই মডেলে 776 cc প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে।

Suzuki GSX-8R এর ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য 

Suzuki GSX-8R মডেলটি EICMA 2023-তে বিশ্বব্যাপী লঞ্চ হয়েছিল। এটি বাহ্যিকভাবে দেখতে আলাদা হলেও, মেকানিক্যাল ভাবে 8S মডেলের মতোই। 8R মডেলে 8S মডেলের মতোই স্ট্যাকড্ হেড ল্যাম্প সেটআপ রয়েছে। রিয়ারভিউ Mirror 8S-এর হ্যান্ডেলবার থেকে 8R-এ ফেয়ারিং-এ নিয়ে যাওয়া হয়েছে। এবার আমরা 8R মডেলটির ইঞ্জিন সম্পর্কে কথা বলব।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই মডেলে 8S আর 800DE র মতোই 776 cc, DOHC, লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। এছাড়া এতে 270 ডিগ্রি ফ্র্যাঙ্ক সফ্ট কনফিগারেশন আছে। এই মডেলের ইঞ্জিন 8,500 rpm এ 82 bhp শক্তি ও 6,800 rpm এ 78 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই মডেলে 6 স্পিড গিয়ারবক্স সহ Up And Down Quickshifter রয়েছে।

এই মডেলের বেশ কিছু রাইডিং সহায়ক ফিচারস রয়েছে, যেমন- ট্রাকশন কন্ট্রোল, সহজ স্টার্ট সিস্টেম, কম rpm আর রাইড মোড। GSX-8S মডেলের বৈশ্বিক ভেরিয়েন্টে KYB USD ফোর্ক আর মনোশক রয়েছে। এই মডেলের সামনে 310 mm ডিস্ক ব্রেক আর পিছনে 240 mm ডিস্ক ব্রেক রয়েছে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

ভারতীয় গ্রাহকদের চাহিদা আর রুটি সম্পর্কে জানার জন্য Suzuki GSX-8R প্রদর্শন করা হয়েছে। তাই আশা করা যায়, ভবিষ্যতে এই মডেলটি ভারতে লঞ্চ হবে। এছাড়া V Strom 800 DE মোটরসাইকেল 2024 এর মাঝামাঝি সময় লঞ্চ হতে পারে। অপরদিকে 2024 এর শেষের দিকে Suzuki ভারতে নতুন Suzuki GSX 8R লঞ্চ করতে পারে।