Okaya EV সম্প্রতি তাদের সম্পূর্ণ ইলেকট্রিক স্কুটার লাইন আপের দামে ডিসকাউন্ট এর ঘোষণা করেছে। 29শে ফেব্রুয়ারি, 2024 পর্যন্ত 18 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারে। ইলেকট্রিক স্কুটারের মার্কেটে নিজেদের জায়গা তৈরি করতে আর সাশ্রয়ী মূল্যে স্কুটার বিক্রি করার উদ্দেশ্যে এই ডিসকাউন্ট এর ঘোষণা করেছে তারা।
দুর্দান্ত ছাড় পাবেন Okaya EV-র এই মডেলে
Okaya EV-র এন্টি লেবেল মডেল Freedom Slow Speed-এর দাম এখন শুরু হচ্ছে 74 হাজার 899 টাকা থেকে। একবার চার্জে 75 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয় এই মডেল। Okaya EV Faast F4 মডেলের দাম 1 লাখ 37 হাজার 990 টাকা। এর দাম কমিয়ে 1 লাখ 19 হাজার 990 টাকা করে দেওয়া হয়েছে। এটি একবার চার্জে 140 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। এই মডেল আপনারা 4.4 kWh ব্যাটারি ব্যাগ সহ পেয়ে যাবেন।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
আরো একবার জানিয়ে রাখি, এই দাম কেবলমাত্র 2024 এর 29 শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য। Faast F4 মডেলের দাম 1 লাখ 19 হাজার 990 টাকা, Faast F2B মডেলের দাম 93 হাজার 950 টাকা, Faast F3 মডেলের দাম 1 লাখ 9 হাজার 990 টাকা, Motofaast এর দাম 1 লাখ 28 হাজার 999 টাকা, Faast F2F ইলেকট্রিক স্কুটার এর দাম 83 হাজার 999 টাকা।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
Faast F2T মডেলের দাম 92 হাজার 900 টাকা। অপরদিকে Freedom Slow Speed মডেলের দাম 74 হাজার 899 টাকা। Okaya ইলেকট্রিক স্কুটার IGAT সার্টিফাইড। water ও dust প্রুফ হওয়ার কারণে এই ইলেকট্রিক স্কুটারগুলি IP67 রেটিং প্রাপ্ত।