Bike Loan

Rajdoot বাইক এর কথা মনে আছে? ফিরে আসছে নতুন লুক আর ফিচারস নিয়ে, কি কি থাকছে New Rajdoot Bike 2024-এ ?

Aindrila Dhani

Published on:

New Rajdoot Bike 2024

New Rajdoot Bike 2024 : সত্তরের দশকের বিখ্যাত একটি মডেল হল Rajdoot। নতুন লুকে আধুনিক ফিচার সহ এটি আবার আসতে চলেছে। আবার ভারতের রাস্তায় রাজত্ব দেখা যাবে এটিকে। তবে ডিজাইনে নতুনত্ব থাকবে। সত্তরের দশকে এই বাইকটি ভারতীয়দের মধ্যে খুব জনপ্রিয় ছিল। লুকের পাশাপাশি শক্তিশালী ইঞ্জিন ছিল এই মডেলের। সেই সময় মানুষ গর্বের সাথে এই বাইকটি চালাতেন।

   

শুধু সত্তরের দশকের কথা বললে ভুল হবে, এটি এখনকার সময়ের মানুষরাও বেশ পছন্দ করে। অনেকের কাছেই এই পুরনো মডেলটি আজও আছে। স্মৃতির পাতা থেকে আবার বাস্তবের রাস্তায় আসতে চলেছে Rajdoot। আসলে আজও এই বাইকের চাহিদা ভারতীয় বাজারে দেখার মতো। তাই কোম্পানি ঠিক করেছে এটি পুনরায় ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। নতুন Rajdoot Cruiser Bike বর্তমানের Royal Enfield এর সাথে টক্কর দিতে পারবে। কিছু কারণবশত এই মডেলটির বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছিল কোম্পানি। তবে আবার ঠিক করেছে নতুন করে লঞ্চ করার। এই খবর সামনে আসার পর থেকে এই মানুষের মধ্যে কৌতুহল দেখা দিচ্ছে।

আরো পড়ুন: Bullet প্রেমীদের জন্য সুখবর, লঞ্চ হতে চলেছে নতুন লুক ও ফিচারস সহ Royal Enfield Bullet 350

এই নতুন মডেলের কিন্তু কোম্পানি বেশ ভালোই আপডেট দেওয়ার কথা ভেবেছেন। আগের তুলনায় বেশি শক্তি আর টর্ক উৎপাদন করবে এই মডেলের ইঞ্জিন। এছাড়াও কোম্পানি দাবি করছে, এতে এডভান্স ফিচার যুক্ত করা হবে। বাইক যাতে আপনাদের বেস্ট পারফরম্যান্স দিতে পারে, সেদিকে বিশেষ নজর দিচ্ছে কোম্পানি। দুর্দান্ত মাইলেজ আর দারুন লুক পেয়ে যাবেন এতে। এছাড়া থাকবে মর্ডান টেকনোলজির ব্যবহার। এর সাথে আপনারা বিভিন্ন রং এর ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই বাইকে।

আরো পড়ুন: Royal Enfield কিনবেন ভাবছেন? চমক নিয়ে হাজির Jawa 350 CC বাইক, দামে ফারাক কত?

এবার যদি ব্রেকিং সিস্টেমের কথা বলতে যাই, কোম্পানি গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে শক্তিশালী ব্রেকিং সিস্টেম দেবে। দুদিকেই ডিস্ক ব্রেক থাকতে পারে। আর এর সাথে থাকবে মর্ডান সাসপেনশন সিস্টেম এই বাইকে আপনারা anti lock braking system এর মতো আধুনিক ফিচার পেয়ে যাবেন। এই সম্পর্কে বিশেষ কোন তথ্য এখনো সামনে আসেনি। পরবর্তী তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।