Bike Loan

Royal Enfield কিনবেন ভাবছেন? চমক নিয়ে হাজির Jawa 350 CC বাইক, দামে ফারাক কত?

Aindrila Dhani

Published on:

Jawa 350cc Bike

Jawa 350 cc Bike: Royal Enfield কে টক্কর দিতে আসছে Jawa র নতুন বাইক। এই দুটি সংস্থাই ভারতীয় টু-হুইলার মার্কেটে বহু বছর ধরে রয়েছে। মাঝে অবশ্য Jawa নতুন মডেল লঞ্চ করেনি। কিন্তু এবার শোনা যাচ্ছে Jawa নতুন মডেল লঞ্চ করতে চলেছে। Jawa 350 cc ইঞ্জিনের বাইক বাজারে আনতে চলেছে। আবার একে অপরকে জোরদার টক্কর দেবে এই দুটি কোম্পানি।

আরো পড়ুন: Harley Davidson X440 : নব প্রজন্মের ঘুম কাড়তে এন্ট্রি নিলো Harley Davidson-এর X440, রয়েছে নজরকাড়া ফিচারস

অনেকেই Jawa আর Royal Enfield এর মোটরসাইকেল চালাতে পছন্দ করেন। গত কয়েক বছরে হুরহুর করে বেড়েছে এই দুটি কোম্পানির বাইকের চাহিদা। Royal Enfield Classic 350 cc মডেল এখন গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছে। বলা ভালো গ্রাহকদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছে এই মডেলটি। Jawa Standard এর পর কোম্পানির দ্বিতীয় মোটরসাইকেল হল Jawa 350। এই মডেলের সরাসরি টক্কর হবে Royal Enfield Classic 350 র সাথে।

আরো পড়ুন: Yamaha FZS FI : Yamaha-র নয়া ধামাকা! বাজারে আসছে FZS FI-এর নিউ ভার্সন, নজর কাড়বে নব প্রজন্মের

আপনাদের জানিয়ে রাখি, Jawa 350 র লুক অনেকটাই Jawa Standard এর মতো। তবে এতে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। Jawa র এই মডেলে 334 cc ইঞ্জিন রয়েছে। যা 22 bhp শক্তি ও 28.2 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকটি 11 মিলিমিটার লম্বা। এর wheelbase 88 মিলিমিটার। এই বাড়িতে আপনারা dual disc braking system পেয়ে যাবেন। আর সাথে রয়েছে সাস্পেনশন সিস্টেম। ফিচারের কথা বলতে গেলে, এই মডেলে Engine kill switch, Analogue Instrument Cluster, Side cut off switch, Dual ABS system ইত্যাদি দেওয়া হয়েছে। এই মডেলটির দাম শুরু হচ্ছে 2 লাখ 15 হাজার 424 টাকা থেকে।