Bike Loan

KTM 390 Adventure : টু হুইলারের বাজারে রাজত্ব করতে আসছে KTM 390 Adventure, লুক দেখে হবেন অবাক

Aindrila Dhani

Published on:

KTM 390 Adventure

KTM 390 Adventure : বেশ কিছু দিন আগে KTM তার নতুন জেনারেশন KTM 390 Adventure-এর রোড টেস্ট শুরু করেছিল। তারপর থেকে এই বাইকের বেশ কিছু তথ্য আমাদের সামনে এসেছে। ভারতীয় বাজারে এই মডেলটি লঞ্চ করার আগে নতুন কিছু ভেবে রেখেছে KTM। জেনে নিন বিস্তারিত।

KTM 390 Adventure-এর বিস্তারিত তথ্য : 

KTM 390 Adventure মডেলের সামনে 21 ইঞ্চি Spoke Wheel রয়েছে। তবে সম্প্রতি শোনা গেছে, লোনাওয়ালার কাছে 19 ইঞ্চি Alloy Wheel সহ নতুন বাইকের রোড টেস্টিং হচ্ছে। তবে এর প্রমাণ হাতে আসার আগেই বাইক সহ রাইডার সেখান থেকে চলে যায়।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এরপর থেকে অনেকেই মনে করছেন এটি হয়তো KTM 390 Adventure-এর ভারতীয় মডেল। সূত্র মারফত জানা যাচ্ছে, KTM India-র 390 Adventure মডেলটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটি মডেলের সামনে 19 ইঞ্চি চাকা থাকবে। আর অপর মডেলের সামনে থাকবে 21 ইঞ্চি spoke wheel। এটি সরাসরি Royal Enfield Himalayan 450 মডেলের সাথে প্রতিযোগিতা করবেন।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

আপনাদের জানিয়ে রাখি, KTM তার নতুন 390 Adventure মডেলটি 2024 EICMA শোতে সামনে আনা হবে। আর 2025-এর সামনে দিকে এটি ভারতে লঞ্চ হতে পারে। তবে এই মডেলটির ফিচারস সম্পর্কে এখনও বিশেষ কোন তথ্য জানা যায়নি। এই সম্পর্কে পরবর্তী তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভালো করতে পারবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।