Bike Loan

Kawasaki Ninja 500 : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Kawasaki-র এই বাইক, লঞ্চ হবে এইদিন

Aindrila Dhani

Published on:

Kawasaki Ninja 500

Kawasaki Ninja 500 : গত বছর EICMA-তে Kawasaki India তার Kawasaki Ninja 500-এর ওপর থেকে পর্দা সোরিয়েছিল। এবার 2024-এ Kawasaki Ninja 500 ভারতে লঞ্চ হতে চলেছে। এই মডেলটি চলতি বছরের মার্চ-এপ্রিল নাগাদ লঞ্চ হতে পারে। লঞ্চের পর Kawasaki Ninja 400 মডেলটিকে প্রতিস্থাপন করবে নতুন Kawasaki Ninja 500। জেনে নিন বিস্তারিত।

Kawasaki Ninja 500-এর বিস্তারিত তথ্য : 

Kawasaki Ninja 500-তে 451 cc Parallel Twin Engine থাকছে। যা 9000 rpm-এ 45.4 bhp শক্তি ও 6000 rpm এ 42.6 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া রয়েছে 6 স্পীড গিয়ারবক্স। এর পাশাপাশি Assist ও Slip Clutch থাকছে Kawasaki Ninja 500-এ। নতুন ইঞ্জিনের পাশাপাশি লুকের দিক থেকে পরিবর্তন আনা হয়েছে এই মডেলে।

আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক

এতে আপনারা Twin LED Headlight পেয়ে যাবেন। এই বাইকে Conventional Telescopic Fork সহ Steel Trellis Frame ও monoshock থাকবে। Kawasaki Ninja 500 এ Dunlop Sportsman Tyres যুক্ত থাকবে। আর গাড়িতে থাকবে 17 ইঞ্চ এর চাকা।

আরও পড়ুন : Hero Splendor Plus : Electric Bike-কে টেক্কা দেবে Hero-র দুর্দান্ত এই পেট্রোল বাইক! আজই বাড়িতে আনুন মাত্র 15 হাজারে

সামনে আর পিছনে Single Disc Brake রয়েছে। আর সাথে থাকছে Dual channel ABS। Instrument Cluster ও LED Light ব্যবহার করার জন্যে থাকছে নির্দিষ্ট অ্যাপ। Standard Kawasaki Ninja 500 ভ্যারিয়েন্টে LCD Display থাকছে। অপরদিকে SE ভ্যারিয়েন্টে থাকছে Colour TFT display। CBU route দিয়ে ভারতে আনলে Kawasaki Ninja 500 এর দাম 5 লাখ 20 হাজার টাকা থেকে 5 লাখ 40 হাজার টাকার মধ্যে রাখতে পারে কোম্পানি।