Aponyx Electric বিভিন্ন ধরনের দু চাকার গাড়ি লঞ্চ করে থাকে। এই কোম্পানি শহরতলীর রাস্তার জন্য High Speed টু হুইলার বানিয়ে থাকে। শহরতলীর রাস্তায় কেবলমাত্র সাধারণ টু-হুইলার নয় এই ধরনের কোম্পানির দৌলতে ছুটে চলে High Speed Electric Two Wheeler। পরিবেশ দূষণ রুখতে আর জ্বালানী তেলের অত্যাধিক খরচ বাঁচাতে মানুষ এখন ইলেকট্রিক টু-হুইলারের দিকে ঝুঁকে পড়েছে। Aponyx Electric বিভিন্ন Automatic OEM ভারতে লঞ্চ করেছে। এবারও এই সংস্থা লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার। স্টাইলের পাশাপাশি থাকবে দারুন সব ফিচার্স। জেনে নিন বিস্তারিত।
Aponyx Electric-এর নতুন ইলেকট্রিক স্কুটারের বিস্তারিত তথ্য :
এই নতুন উচ্চ গতির ইলেকট্রিক স্কুটার গুজরাটের সুরাটে ম্যানুফ্যাকচার হবে। এই মডেলে থাকবে Local Touch। পরিবেশ বান্ধব যানবাহনের লক্ষ্যে পৌঁছে দিতে বেশ খানিকটা সাহায্য করবে এই নতুন ইলেকট্রিক স্কুটার। টেকসই ও Zero Emission-এর ভবিষ্যৎ সত্যি করতে Aponyx Electric আনতে চলেছে দুর্দান্ত একটি ইলেকট্রনিক স্কুটার।
আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক
যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে এই ইলেকট্রিক স্কুটার। এছাড়া পারফরম্যান্স, আকর্ষণীয় লুক আর পরিবেশ সচেতনতার মিশ্রণ ঘটাতে চলছে Aponyx-এর নতুন ইলেকট্রিক স্কুটার। Aponyx Electric-এর নতুন মডেলে বেশকিছু ফিচার থাকলেও এর বিশেষত্ব হল দীর্ঘস্থায়ী ব্যাটারি ক্যাপাসিটি ও স্মার্ট কানেক্টিভিটি।
এই মডেলের আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন রাইডারের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি শহরতলীর রাস্তায় ভবিষ্যতে যে সমস্ত ইলেকট্রিক স্কুটার চলবে তাতে অবদান রাখবে এই নতুন মডেলটি। Aponyx Electric-এর নতুন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিশেষ কোনো তথ্য এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই এই মডেলের সব তথ্য সামনে আনবে কোম্পানি। এর পরবর্তী আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন।