Bike Loan

KTM 30th Anniversary : 30 বছর পূর্তিতে বাজারে আসছে KTM-এর ব্র্যান্ড নিউ দুটি বাইক, থাকবে অসাধারণ ফিচারস

Aindrila Dhani

Updated on:

KTM 30th Anniversary

বর্তমানে KTM ভারতের একটি জনপ্রিয় কোম্পানি। KTM 1994 সালে Duke লঞ্চ করার পর থেকেই এই কোম্পানির ভাগ্যের চাকা ঘুরে গেছে। 609 cc-র Duke ভারতীয় গ্রাহকদের কাছে অল্প সময়েই ভালোবাসা পেয়েছে। আর তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি KTM-কে। Duke সিরিজ ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পাওয়া যায়। গত 30 বছরে বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে Duke।

   

KTM 30th Anniversary

কোন কোন বাইক আসতে চলেছে KTM-এর?

30 বছরের জন্মদিনে KTM সামনে এনেছে আরও নতুন দুটি বাইক। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে RC 390 ও RC 200। জেনে নিন বিস্তারিত। এই বাইকে বিশেষ কিছু পরিবর্তন না হলেও ডিজাইন বদল করা হয়েছে। এই বাইক দুটি এবার আপনারা নতুন রঙে পেয়ে যাবেন। এছাড়া আলাদা ডিজাইন তো রয়েছেই। 2024 RC 390 মডেলে দুটি রং যুক্ত হয়েছে – Orange on Black আর Orange on Blue। এমন রঙে আপনারা 2024 RC 200 মডেলটিও কিনতে পারবেন। রং বদলের সাথে সাথে বদলে গেছে গ্রাফিক্স।

আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক

আগের থেকে আরও নজরকাড়া লুকে হাজির হয়েছে RC 390 আর RC 200। এর পাশাপাশি RC 125 মডেলও নতুন রং যুক্ত করেছে KTM। এই মডেলে যুক্ত হয়েছে glossy finish ও black wheel frame। তিনটি মডেলের এমন রূপ আপনাদের ভালো লাগবে। রং ছাড়া এই তিনটি মডেলের স্পেসিফিকেশনে কিছু বদল করেনি KTM। ইঞ্জিনেও বদল করা হয়নি। খুব শীঘ্রই ভারতে নতুন রঙে লঞ্চ হতে চলেছে RC 390, RC 200 আর RC 125।

আরও পড়ুন : Hero Splendor Plus : Electric Bike-কে টেক্কা দেবে Hero-র দুর্দান্ত এই পেট্রোল বাইক! আজই বাড়িতে আনুন মাত্র 15 হাজারে

এখনও আনুষ্ঠানিক ঘোষনা হয়নি। এর পাশাপাশি Duke এর নতুন এডিশন আনতে চলেছে KTM। আপাতত ভারতে Duke সিরিজে চারটি মডেল পেয়ে যাবেন – KTM 125 Duke, KTM 200 Duke, KTM 250 Duke ও KTM 390 Duke। এই মডেল আপনারা 1 লাখ 75 হাজার টাকা থেকে 3 লাখ 10 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।