Top 9 Bikes 2024 : বছর শুরু হতে না হতেই একের পর এক নতুন বাইক লঞ্চ হয়েছে। গত মাসে এই লঞ্চ হয়েছে মোট সাতটি নতুন মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলির দাম নূন্যতম 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে রয়েছে। অটোমোবাইল সংস্থাগুলি গ্রাহকদের সুবিধার জন্য রেখেছে একাধিক বিকল্প। গ্রাহকরা চাইলেই নিজেদের পছন্দ আর সুবিধা মতো বাইক বেছে নিতে পারবেন। এছাড়া লঞ্চ হয়েছে দুইটি নতুন ইলেকট্রিক স্কুটার। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের বিস্তারিত ভাবে জানাবো Top 9 Bikes 2024-এর বিষয়ে। তাহলে চলুন জেনে নিন Top 9 Bikes 2024 সম্পর্কে।
Top 9 Bikes 2024 জেনে নিন বিস্তারিত ভাবে
1. Royal Enfield Shotgun : সবার প্রথমেই আমরা কথা বলব Royal Enfield Shotgun সম্পর্কে। আকর্ষণীয় লুকের সাথে এই বাইকে রয়েছে 640 cc ইঞ্জিন। এই বাইকটির এক্স শোরুম দাম 3 লাখ 59 হাজার টাকা থেকে 3 লাখ 73 হাজার টাকার মধ্যে।
আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক
2. Husqvarna Svartpilen 401 : দুর্দান্ত গতি আর দারুন লুক সহ লঞ্চ হয়েছে Husqvarna Svartpilen 401। এই মডেলে রয়েছে LCD display, Dual channel ABS আর Bluetooth connectivity সহ বিভিন্ন ফিচার্স। এই মডেলটির দাম 2 লাখ 92 হাজার টাকা।
3. Ather 450 Apex : গত মাসের লঞ্চ হয়েছে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি। একবার সম্পূর্ণ চার্জ দিলে 157 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে এটি। Ather 450 Apex এর এক্স শোরুম মূল্য 1 লাখ 89 হাজার টাকা।
4. Honda NX500 : এরপর আমরা কথা বলব Honda NX500 সম্পর্কে। এটি একটি অ্যাডভেঞ্চার মূলক মোটরসাইকেল। যাঁরা দূরে ঘুরতে যেতে চান, তাঁরা এই মোটরসাইকেলটি কিনতে পারেন। Honda NX500 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17.5 লিটার। এই বাইকটির দাম 5 লাখ 90 হাজার টাকা।
5. Bajaj Chetak Premium : গত মাসে লঞ্চ হয়েছে Bajaj Chetak Premium ইলেকট্রিক স্কুটার। এই মডেলটির রেঞ্জ 127 কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটার আপনি 1 লাখ 35 হাজার টাকায় কিনতে পারবেন।
6. Hero Xtreme 125R : এই মডেলে আপনারা দারুন ফিচারস পেয়ে যাবেন। Hero Xtreme 125R বাইকে Single channel ABS এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে Bluetooth connectivity। এই বাইকের এক্স শোরুম মূল্য 95 হাজার টাকা থেকে 99 হাজার 500 টাকার মধ্যে।
7. Updated Jawa 350 : এটি একটি আপডেটেড মডেল। গত মাসেই নতুন লুকে হাজির হয়েছে Jawa 350। এতে যুক্ত করা হয়েছে নতুন রং। নতুন Jawa 350 মডেলের এক্স শোরুম মূল্য 2 লাখ 15 হাজার টাকা।
8. Kawasaki Eliminator : এই নতুন মডেলে রয়েছে 450 cc ইঞ্জিন। আকর্ষণীয় ডিজাইনের সাথে রয়েছে দুর্দান্ত ফিচারস। Kawasaki Eliminator এর এক্স শোরুম মূল্য 5 লাখ 62 হাজার টাকা।
9. Revolt RV400 BRZ : গত মাসে ভারতে লঞ্চ হয়েছে Revolt RV400 BRZ। এই মডেল আপনাদের পেট্রোল খরচ বাঁচাবে। আসলে এটি একটি ইলেকট্রিক মোটরসাইকেল। সম্পূর্ণ চার্জ হতে এটি সময় নেয় 4 ঘন্টা 30 মিনিট। একবার সম্পূর্ণ চার্জ দিলে 150 কিলোমিটার রেঞ্জ দেবে এটি।