Kinetic E-Luna : অবশেষে লঞ্চ হয়ে গেছে Kinetic Green এর নতুন ইলেকট্রিক স্কুটার Kinetic E-Luna। সম্পূর্ণ নতুন অবতারে লঞ্চ হয়েছে এই মডেল। এই মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 69 হাজার 990 টাকা থেকে। Kinetic Green-এর Kinetic E-Luna সম্পূর্ণভাবে ভারতেই ডিজাইন ও তৈরি করা হয়েছে। এই কোম্পানি ইলেকট্রিক স্কুটার আরো সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এটি লঞ্চ করেছে।
Kinetic E-Luna-এর ফিচারস সহ অন্যান্য সমস্ত খুঁটিনাটি তথ্য :
আপনারা Kinetic E-Luna-তে ভারী জিনিস রাখতে পারবেন। এমনকি ভারী জিনিস নিয়ে দূরেও যেতে পারবেন। এই মডেলে রয়েছে Dual Tubular High Strength Steel Chassis। এই Chassis নতুন ইলেকট্রিক স্কুটারটিকে বিভিন্ন কাজে ব্যবহারের ক্ষেত্রে সহায়তা করবে। এটি ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি B2B বাহন হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনারা। এই মডেলের পেলোড ক্যাপাসিটি 150 কেজি। এছাড়া এর পিছন দিকের সিট আপনারা সহজেই সরাতে পারবেন। যে কারণে জিনিসপত্র রাখার অতিরিক্ত জায়গা পেয়ে যাবেন।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
আপনি জানিয়ে রাখি, ইলেকট্রিক টু-হুইলার পরিবেশ বান্ধব। ইলেকট্রিক স্কুটারে খরচ তুলনামূলক কম হয়। কিন্তু তা সত্বেও অনেকেই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন না। কিন্তু কেন? অটোমোবাইল মার্কেটের মাত্র 5 শতাংশ থেকে 6 শতাংশ জায়গা দখল করে আছে ইলেকট্রিক টু-হুইলার। আসলে ইলেকট্রিক স্কুটারের দাম অনেকটাই বেশি। সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় না বলে অনেকেই চিনতে পারেন না। আর বেশিরভাগ ইলেকট্রিক স্কুটার মেট্রো সিটি অথবা বড় শহরের জন্য উপযুক্ত নয়।
দূরের গন্তব্যেও ইলেকট্রিক স্কুটারে যাওয়া যায় না। এইসব সমস্যার কারণে অনেকেই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন না। এই সমস্ত সমস্যার সমাধান করতে Kinetic Green সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে Kinetic E-Luna। এই নতুন ইলেকট্রিক মবিলিটি ভারতের প্রত্যেকে ব্যবহার করতে পারবেন। এমনকি যেকোনো রাস্তায় এটি চালানো যাবে। কোম্পানির দাবি করছে এই মডেলটি চালানোর খরচ প্রতি কিলোমিটারে 10 পয়সা। অর্থাৎ প্রত্যেক মাসে 2,500 টাকা খরচ হবে গ্রাহকের। 2 হাজার টাকার EMI আর 300 টাকার Charging cost খরচ হবে আপনাদের। আপনারা চাইলে 500 টাকার বিনিময়ে এটি বুক করতে পারেন।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
Kinetic Green E-Luna তে রয়েছে 2 kWh lithium-ion ব্যাটারি প্যাক। কোম্পানি দাবি করছে, একবার সম্পূর্ণ চার্জে এটি 110 কিলোমিটার রেঞ্জ দেবে। এটি একাধিক ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এই মডেলে রয়েছে 1.7 kWh, 2 kWh ও 3 kWh ব্যাটারি প্যাক। একবার সম্পূর্ণ এই ইলেকট্রিক স্কুটার সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এটি দ্রুত চার্জিং সাপোর্ট ও Swappable ব্যাটারি অপশনে পেয়ে যাবেন। 2.2 kW ব্যাটারি প্যাক সহ মডেলটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার। Water ও dust প্রুফের কারণে মডেলটি IP67 রেটিং পেয়েছে। এতে রয়েছে USB Charging Port, 16 ইঞ্চ Wire Spoke, Telescopic Forks, Side Stand Sensor, Combi Braking ইত্যাদি। এই স্কুটারটি Pearl Yellow, Night Star Black, Mulberry Red, Ocean Blue, Sparkling Green রঙে পেয়ে যাবেন।