Bike Loan

অপেক্ষার অবসান! এসে গেলো Kawasaki Eliminator 400, মাস্কুলার লুক ও সেফটি ফিচারস আপনার মন কে করবে জয়

Aindrila Dhani

Published on:

Kawasaki Eliminator 400

উচ্চ পারফরমেন্সের একাধিক সিলিন্ডার রোজার মোটরসাইকেল সেগমেন্টে সম্প্রতি প্রবেশ করেছে Kawasaki Eliminator 400। সম্প্রতি এই মডেলটি ভারতের লঞ্চ করেছে। এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 5 লাখ 62 হাজার টাকা থেকে। কিন্তু Kawasaki জাপানে নতুন Eliminator লঞ্চ করেছে। জেনে নিন বিস্তারিত।

   

এই জাপানি ব্র্যান্ড Kawasaki ভারতের অন্যান্য বড় বাইক মেনুফ্যাকচারার এর পর নিজের জায়গা তৈরি করেছে। এই সংস্থায় সবথেকে সাশ্রয়ী 4 সিলিন্ডার মোটরসাইকেল রয়েছে। এছাড়া আপনারা সবথেকে সাশ্রয়ী মূল্যে 500 cc+ 4 মোটরসাইকেল পেয়ে যাবেন। এছাড়া এই কোম্পানির স্বল্পমূল্যে 200 bhp litre-class মেশিন রয়েছে। সম্প্রতি Kawasaki তার Eliminator 400 ভারতের লঞ্চ করেছে।

আরো পড়ুন: মাত্র ১০ টাকাতে চলবে ২০০কিমি! নামমাত্র দামে পেয়ে যাবেন mXmoto এই বাইক

এই এর সাথে 500 cc+ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন সহ Kawasaki Ninja 400 ও ভারতের লঞ্চ হয়েছে। Royal Enfield Super Meteor 650 র দুর্দান্ত অল্টারনেটিভ এই মডেলটি। এছাড়া Royal Enfield Shotgun 650 মডেলের ও পরিপূরক এটি। জাপানে Kawasaki 400 বিক্রি হচ্ছে। Kawasaki Ninja 400 বাইকে তিনটি মডেল পেয়ে যাবেন- Standard Eliminator, Eliminator SE আর Eliminator Plaza Edition। 2024 এর মার্চ মাস থেকে এই ভেরিয়েন্টগুলি লঞ্চ হবে। এটি অবশ্য জাপানি মার্কেটে আপডেটে করা হবে। তবে অনুমান করা যাচ্ছে খুব শীঘ্রই ভারতীয় মডেলেও এই আপডেট চলে আসবে।

আরো পড়ুন: Kawasaki Versys X 300 প্রথম লুক ফাঁস। কবে হচ্ছে লঞ্চ জেনে নিন

এই নতুন ভার্সনে নতুন body panel, exclusive colour আর ফিচারস যোগ করা হয়েছে। এতে USB charging port রয়েছে। এর সামনে আর পিছনে দুটি camera drive recorder system রয়েছে। এই দুটি dual channel name dash camera। Standard Eliminator Metalic Flat Spark রঙে পাবেন। Eliminator Plaza Edition Pearl Storm Grey, Pearl ও Khaki রঙে পাবেন। অপরদিকে Eliminatot SE dual tone Metalic Flat Spark Black X Metalic Matte Dark Green ও Phantom Blue X Ebony রঙে পেয়ে যাবেন। এই মডেলে 399 cc parallel twin engine থাকবে। যা 48 bhp শক্তি ও 37 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পীড গিয়ারবক্স।