Bike Loan

মাত্র ১০ টাকাতে চলবে ২০০কিমি! নামমাত্র দামে পেয়ে যাবেন mXmoto এই বাইক

Aindrila Dhani

Updated on:

mxmoto-m16-2

mXmoto M16 e-Bike : EV নির্মাতা কোম্পানি mXmoto তাদের ইলেকট্রিক বাহনের লাইন আপ বৃদ্ধি করতে লঞ্চ করেছে Metal Strong M16 e-Bike। এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1 লাখ 98 হাজার টাকা। এই ইলেকট্রিক বাইকের সাথে যেই ব্যাটারি দেওয়া হবে তার ওপর আপনারা পাবেন 8 বছরের ওয়ারেন্টি। অপরদিকে মোটর আর কন্ট্রোলারের ওপর থাকবে 3 বছরের ওয়ারেন্টি। Metal Strong M16 e-Bike মডেলটি একবার সম্পূর্ণ চার্জে 160 কিলোমিটার থেকে 220 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। একবার চার্জ করতে 1.6 ইউনিট ইলেকট্রিক খরচ হয়। এটি 90 শতাংশ চার্জ হতে 3 ঘন্টারও কম সময় নেয়।

mXmoto তার ইলেকট্রিক বাইকে আধুনিক টেকনোলজির ব্যবহার করছে। mXmoto M16 ইলেকট্রিক বাইকে 17 ইঞ্চির চাকা দেখতে পাবেন। এর সাথে রয়েছে high performance মোটর। এই বাইকে রেগুলার ডুয়েল সাসপেনশন সিস্টেম আর অ্যাডজাস্টেবল রেসিং মোটরসাইকেল টাইপ সেন্ট্রাল শক অ্যাবজার্ভার রয়েছে। এতে বেশকিছু অন্যান্য ফিচার রয়েছে। যেমন এতে আপনারা LED হেডলাইট, ট্রিপল ডিস্ক ব্রেক সিস্টেম দেখতে পাবেন।

   

mxmoto-m16-2

 

আরো পড়ুন : Okaya EV-র বড়ো চমক! এই ইলেকট্রিক স্কুটারে পাবেন দুর্দান্ত ডিসকাউন্ট, ফিচারস দেখে ফেলুন কিনে

আলট্রাসনিক ওয়েল্ডিং টেকনিকের সাথে LED ডাইরেকশন অ্যালার্ট পেয়ে যাবেন এই মডেলে। আর রয়েছে ক্রুজ কন্ট্রোল, রিভার্স এসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, অনবোর্ড নেভিগেশন, অন রাইট কলিং, ব্লুটুথ সাউন্ড সিস্টেম, অ্যান্টি স্কিড অ্যাসিস্ট ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। এই ইলেকট্রিক বাইক এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৯০ হাজার টাকা থেকে।

আরো পড়ুন : খুব সস্তায় কিনুন Hero কোম্পানির এই বাইক! দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় ডিজাইনে Hero-র নতুন স্পোর্টস বাইক

এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।