Bike Loan

Kawasaki Versys X 300 প্রথম লুক ফাঁস। কবে হচ্ছে লঞ্চ জেনে নিন

Aindrila Dhani

Updated on:

Kawasaki Versys X 300

Kawasaki Versys X 300 খুব শীঘ্রই আমাদের সামনে আসবে। এই মডেলটি প্রথমবারের জন্য টেস্ট করতে দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে এই মডেলটির বিক্রি শুরু হয়ে গেলেও ভারতের তেমনটা হয়নি। একই ধরনের মডেল ভারতে টেস্টিং করতে দেখা গেছে। এই মডেলের ডিজাইনের সাথে আন্তর্জাতিক বাজারের মডেলটির ডিজাইন এর তেমন কোন পরিবর্তন নেই। এতে Transport visor সহ single pod headlight রয়েছে।

Kawasaki Versys X 300

   

আরো পড়ুন : Kawasaki Ninja 500 : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Kawasaki-র এই বাইক, লঞ্চ হবে এইদিন

এই মডেলে 296 cc parallel twin ইঞ্জিন থাকতে পারে। Kawasaki Ninja 300 মডেলেও এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনি তো জানিয়ে রাখি, এই ইঞ্জিন 39 bhp শক্তি ও 26.1 টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই একই ফিচার আপনারা Kawasaki Versys X 300 মডেলেও দেখতে পারেন। এছাড়া এতে dual channel ABS ও side stand cut off সেন্সর থাকতে পারে। এর পাশাপাশি Telescopic front forks ও Monoshock এই বাইকে থাকতে পারে। সামনে আর পিছনে রয়েছে ডিস্ক। এই বাইকের টিউব টায়ার spoke wheel দ্বারা আবৃত।

US এ Kawasaki Versys X 300 মডেলের দাম USD 6,199 অর্থাৎ প্রায় 5 লাখ 19, হাজার টাকা। তবে ভারতে আমরা এতে কিছুটা কম দামে এটি পেতে পারি। সম্ভবত চলতি বছরের মার্চ মাসে এটি ভারতে লঞ্চ হতে পারে। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানতে ভুলবেন না।