Bike Loan

Ibex 450 : Royal Enfield-কে টেক্কা দেবে CFMoto-র দুর্দান্ত এই বাইক, রয়েছে চোখ ধাঁধানো ফিচারস

Aindrila Dhani

Published on:

Ibex 450

Ibex 450 : চীনা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার CFMoto, US মার্কেটে তার নতুন মডেল Ibex 450 লাঞ্চ করেছে। এই মডেলটির সরাসরি প্রতিযোগী হল বিখ্যাত মোটরসাইকেল Royal Enfield Himalayan 450। এই মডেলটি দুটি রঙে উপলব্ধ হবে। একটি হল Tundra Grey আর অপরটি Zephyr Blue। এই নতুন মোটরসাইকেল এর দাম শুরু হচ্ছে USD 6,499 অর্থাৎ প্রায় 5 লাখ 39 হাজার টাকা থেকে। খুব শীঘ্রই US এর শোরুমগুলিতে Ibex 450 র দেখা মিলবে।

   

Ibex 450-এর বিস্তারিত তথ্য : 

এটি একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে। এটা পেয়ে যাবেন 449 cc, Liquid Cooled, Parallel Twin ইঞ্জিন। এর সাথে থাকবে 270 ডিগ্রী ক্র্যাংক। এই ইঞ্জিন 8,500 rpm-এ 45 bhp শক্তি ও 6,250 rpm এ 44 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলটির ওজন 175 কেজি।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই বাইকে KYB Suspension সহ 21-18 ইঞ্চি Spoke Wheel রয়েছে। Ibex 450 মোটরসাইকেলে J. Juan Calipers সহ 320 mm ডিস্ক ব্রেক যুক্ত রয়েছে। ডিজাইন আর ফিচারের দিক থেকে বেশ আকর্ষণীয় এই মডেলটি। এতে রয়েছে High Set Headlamp।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

এতে 17.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। আর ফিচারের দিক থেকে এতে Bluetooth Connectivity সহ 5 ইঞ্চির Curved TFT Colour Screen, LED Lighting System, Dual Channel ABS ইত্যাদি রয়েছে। তবে Ibex 450 মডেল ভারতীয় বাজারে এর মধ্যে লঞ্চ হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে লঞ্চ হলেও হতে পারে। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।