Bike Loan

Honda Stylo 160 : Honda লঞ্চ করতে চলেছে ফিচারসে ভরপুর 160CC-র স্কুটার, কিলার লুক দেখে পরে যাবেন প্রেমে

Aindrila Dhani

Published on:

Honda Stylo 160

Honda Stylo 160 : Honda তার নতুন 160 cc স্কুটারের ওপর থেকে পর্দা সরিয়েছে। লঞ্চ হতে চলেছে Honda Stylo 160। বর্তমান তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই স্কুটারটি তৈরি করা হয়েছে। সামনে এসেছে Stylo 160 মডেলের ছবি। বর্তমানে তরুণ গ্রাহকদের মধ্যে স্কুটারের চাহিদা বেড়েছে। আর সেই কারণে এই নতুন স্কুটারের ডিজাইন তরুণ প্রজন্মের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করেছে Honda।

Honda Stylo 160

ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে, জাপানি ব্র্যান্ড Honda তার এই নতুন স্কুটারে আধুনিক ফিচারস এর পাশাপাশি নজর দিয়েছে স্টাইলিংয়ের দিকেও। এই মডেলটি আপনারা কয়েকটি দুর্দান্ত রঙ্গে ও কিনতে পারবেন। Honda Stylo 160 মডেলের floorboard আর seat কালো ও বাদামি রঙে উপলব্ধ রয়েছে। এবার আমরা কথা বলব এই নতুন স্কুটারটির ফিচারস সম্পর্কে।

Honda Stylo 160 স্কুটারের ফিচারস সহ অন্যান্য তথ্য : 

Honda Stylo 160 মডেলে রয়েছে 160cc Liquid Cooled, Single Cylinder ইঞ্জিন রয়েছে। যা 16bhp শক্তি ও 15 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এতে রয়েছে LED Light, USB Charging, ABS/CBS অপশন, Keyless Start ও Digital Display।

আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক

আপাতত এই স্কুটারটি Honda কেবলমাত্র ইন্দোনেশিয়াতে বিক্রি করছে। তবে খুব শীঘ্রই বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে এই মডেলটি। আপাতত Honda India তার স্কুটারের মডেল বাড়াতে চাইছে না। কিন্তু ভবিষ্যতে যদি নতুন মডেল লঞ্চ করতে চায় তাহলে, ভারতেও লঞ্চ হবে Honda Stylo 160।

আরও পড়ুন : Hero Splendor Plus : Electric Bike-কে টেক্কা দেবে Hero-র দুর্দান্ত এই পেট্রোল বাইক! আজই বাড়িতে আনুন মাত্র 15 হাজারে

এই ধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।