Bike Loan

Honda SP 125: অল্প তেলেও দুর্দান্ত মাইলেজ! সেরা ভ্যালু ফর মানি বাইক, রয়েছে একাধিক কালার

Aindrila Dhani

Published on:

honda-sp-125-mileage

Honda SP 125 এর নতুন আপডেট চলে এসেছে। বেশ কিছু দুর্দান্ত ফিচার্স যুক্ত হয়েছে এই আপডেটেড মডেলে। এই বাইকে আপনার আগের থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন। Honda SP 125-এ রয়েছে একাধিক কালারের অপশন। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় মার্কেটে Honda একটি বিখ্যাত টু-হুইলার কোম্পানি। এই কোম্পানির Honda SP 125 মডেলের নতুন আপডেট এসেছে। ইতিমধ্যে আপডেটেড মডেলটি ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে। TVS Apache কে টক্কর দিতে এসেছে Honda SP 125।

Honda SP 125 মডেলের কালার

সবার প্রথমেই আমরা Honda SP 125 -এর রংয়ের ব্যাপারে কথা বলব। এতে আপনারা 5 টি রংয়ের অপশন পেয়ে যাবেন। ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল সায়রন ব্লু, ব্ল্যাক আর ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিকের সাথে যুক্ত হয়েছে আরেকটি নতুন রং- ম্যাট মার্বেল ব্লু।

Honda SP 125 : ইঞ্জিন

Honda SP 125 বাইকে 125cc সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন রয়েছে। যা 10.7 bhp শক্তি ও 10.9 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। আর এই মডেলের ফুয়েল পাম্প ফুয়েল ট্যাংক এর বাইরের দিকে রয়েছে। ARAI অনুযায়ী, Honda SP 125 প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Honda SP 125 : ফিচার্স

এই বাইকের পিছন দিকে 100 মিলিমিটারের টায়ার রয়েছে। এছাড়া এতে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এই ফিচারে আপনারা ডিসটেন্স টু এম্পটি ইন্ডিকেটর, মাইলেজ, রিয়াল টাইম মাইলেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটরের মতো সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, অ্যালয় হুইল আর ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ রয়েছে।

Honda SP 125 মডেলের দাম

এই বাইকটি আপনারা 3 টি ভেরিয়েন্টে কিনতে পারবেন- ডিস্ক, ড্রাম আর স্পোর্টস এডিশন। ড্রাম ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 86 হাজার 747 টাকা, ডিস্ক ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 90 হাজার 747 টাকা আর স্পোর্টস এডিশনের দাম 91 হাজার 298 টাকা।