Bike Loan

Yamaha R1: আর দেখা যাবেনা Yamaha-এর বাইক, কেন এই রকম সিধান্ত? জেনে নিন

Aindrila Dhani

Published on:

is-this-the-yamaha-r1-is-end

MCN ও Visor Down থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, Yamaha তাদের R1 ও R1M মডেল দুটি আর রাস্তায় চলাচলের জন্য বিক্রি করবে না। জানা যাচ্ছে, R1 ও R1M মডেল দুটি EU5+ ভার্সনে আর বানানো হবে না। তার বদলে কোম্পানি অন্য প্ল্যান করছে। তারা তাদের প্রোডাক্ট স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন আনার কথা ভাবছে।

Yamaha YZF R1 998 cc ইঞ্জিন সহ একটি স্পোর্টস বাইক। এটি 1998 সালে লঞ্চ হওয়ার পর 2000, 2002, 2004, 2006, 2007, 2009, 2015 ও 2020 সালে আপডেট করা হয়েছিল। 1998 সালে জেনেসিস ইঞ্জিনকে নতুন করে আপডেট করা হয়। এরপর গিয়ারবক্স ইনপুট শ্যাফটকে বাড়িয়ে কম্প্যাক্ট ইঞ্জিন তৈরি করে কোম্পানি। এরপর 2023 সালে EICMA শোতে R1 এর নতুন প্রজন্ম উন্মোচন করা হয়েছিল। এই মডেলটির ওজন 199 কেজি মত। বর্তমান আপডেটটিতে এই বাইকে 998 cc, liquid cooled, 16 valves, DOHC সিলিন্ডার রয়েছে। এই ইঞ্জিন 199 hp শক্তি উৎপাদন করে থাকে।

Yamaha R1 প্রথম 1998 সালে লঞ্চ হয়েছিল। তখন থেকে গ্রাহকদের কাছে ভালোবাসা পাচ্ছে এই মডেলটি। লঞ্চের পর থেকে একের পর এক বড় আপডেট হয়েছে এই বাইকে। তবে 2015 সালে সবথেকে বড় আপডেট আনা হয়েছিল এই মডেলে। বাইকটির আগের ডিজাইন আপডেট করা হয়েছিল সেই সময়। এখনও সেই একই ডিজাইন বজায় রয়েছে। এই বাইকটির শেষ সব থেকে বড় আপডেট হয়েছিল 2020 সালে।

আরো পড়ুন: Bajaj Platina বনাম Hero Splendor! দেশের সবচেয়ে সস্তা ও সেরা মাইলেজের বিচারে সেরা কোন বাইক?

এই আপডেটের পর এটি Euro 5 complaint-এর অংশ হয়ে যায়। নতুন ঘোষণার পর থেকে অনেকে ভাবছেন Yamaha R1 UK সহ অন্যান্য দেশে আর পাওয়া যাবে না। কিন্তু তা নয়। Yamaha R1 রাস্তায় চালানোর জন্য এবার থেকে বিশ্বের তুলনামূলক কম কঠোর দেশে বিক্রি করা হবে। আর বিশ্বের অন্যান্য দেশে R6 মডেলের মতো R1 মডেলটি বিক্রি করা হবে। এই সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।