Bike Loan

Bajaj Platina বনাম Hero Splendor! দেশের সবচেয়ে সস্তা ও সেরা মাইলেজের বিচারে সেরা কোন বাইক?

Aindrila Dhani

Published on:

Bajaj Platina

Hero Splendor টু-হুইলার সেগমেন্টে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। লঞ্চ হওয়ার পর থেকেই এটি গ্রাহকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে। এই বাইকের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হলো Bajaj Platina। এই দুই মডেলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

Bajaj Platina দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়। এই মডেলে আধুনিক ফিচারস যুক্ত করেছে কোম্পানি। আর মাইলেজের দিক থেকেও অন্যান্য বাইকগুলিকে টক্কর দিতে পারবে। আজকের প্রতিবেদনে জেনে নিন Bajaj Platina-র সম্পর্কে।

Bajaj Platina- ইঞ্জিন এবং মাইলেজ

এই বাইকে চওড়া Pillion foot rest, টিউবলেস টায়ার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, হ্যালোজেন হেড লাইট, LED DRL, কম্বি ব্রেকিং সিস্টেম, Single channel ABS এর মতো বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকে 115.45 cc -র 4 stroke Single cylinder ইঞ্জিন পেয়ে যাবেন। যা 8.4 bhp শক্তি ও 9.81 Nm টর্ক উৎপাদনের সক্ষম। এই ইঞ্জিনের সাথে থাকছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সাপোর্ট। এবার যদি মাইলেজের কথা বলি, তাহলে এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

আরো পড়ুন: দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! জোরদার এন্ট্রি নিতে চলেছে Yamaha RX 155, বাজেট কত থাকলে কিনতে পারবেন?

Bajaj Platina এর দাম

এবার আমরা কথা বলব Bajaj Platina এর দাম সম্পর্কে। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 70 হাজার 400 টাকা থেকে। এর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 74 হাজার 61 টাকা। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।