Bike Loan

দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! জোরদার এন্ট্রি নিতে চলেছে Yamaha RX 155, বাজেট কত থাকলে কিনতে পারবেন?

Aindrila Dhani

Published on:

Yamaha RX 155

বাইক প্রেমীরা বাইকের নতুন মডেল সম্পর্কে খবর রাখতে পছন্দ করেন। আপনারা কি জানেন এখন কোন্ মোটরসাইকেল বাজারে হুলুস্থুলু ফেলে দিয়েছে? Yamaha নিয়ে আসছে তাদের নতুন RX 155 এডিশন। Yamaha এর RX সিরিজের আপডেটেড ভার্সন এবার ভারতের রাস্তায় দেখা যাবে। এই বাইকের সম্পর্কে জেনে নিন।

Yamaha RX 155-র সম্পূর্ণ তথ্য

Yamaha RX 155 2024 মডেলে 155 cc liquid cooled ইঞ্জিন থাকবে। এটি দুর্দান্ত পারফরমেন্স দেবে। এই বাইকে আপনারা আইকনিক রেট্রো লুক দেখতে পেয়ে যাবেন। আর সাথে থাকবে আধুনিক ফিচারস। এই বাইকটির সম্ভাব্য দাম 1 লাখ 40 হাজার টাকার আশেপাশে। আগেই বলেছি এই বাইকে 155 cc -র শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিন 10,000 rpm এ 18.4 PS শক্তি উৎপাদনে সক্ষম। এই বাইকটি প্রতি লিটারে 38 কিলোমিটার মাইলেজ দেবে। এর ওজন প্রায় 139 কেজি। তবে রঙের সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

আরো পড়ুন: Honda CB125F : মধ্যবিত্তের সেরা পছন্দ, হন্ডার নতুন চমক, চটপট দেখে নিন দাম কত

এই বাইকে আপনারা নতুন নিও-রেট্রো লোক পেয়ে যাবেন। এছাড়া থাকবে LED headlights। এই বাইকে alloy wheels যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি Yamaha RX 155 2024 মডেলের সামনে telescopic suspension আর পিছনে Monoshock Suspension যুক্ত করা হয়েছে। এর সাথে থাকছে Adjustable pre-load। Yamaha RX 155 2024 মডেলের সামনে ও পিছনে hydraulic disc brakes যুক্ত করা হয়েছে।

এছাড়া থাকছে Single channel ABS। এই বাইকটির দাম 1 লাখ 40 হাজার টাকা থেকে 1 লাখ 43 হাজার টাকার মধ্যে হতে পারে। Kawasaki W175 মডেলের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এই বাইকটি।