Bike Loan

Yamaha MT 15 V2: গবিরদের জন্য ইয়ামাহার জমকালো বাইক! ঘরে তুলুন মাত্র 20 হাজারে, দেখে নিন কি ভাবে

Aindrila Dhani

Updated on:

yamaha-mt-15-v2-check-price-and-features

আপনি কি অনেকদিন ধরে বাইক কেনার প্ল্যান করছেন? কিন্তু বাইকের এত বেশি দাম যে কিনে উঠতে পারছেন না! এবার Yamaha মধ্যবিত্ত মানুষদের আশা পূরণ করতে চলেছে। বাজারে নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি দামে Yamaha MT 15 V2। প্রচুর ফিচার সহ আরও একবার যুবকদের মন জিততে চলে এসেছে এই বাইক। জেনে নিন বিস্তারিত।

বর্তমানে ভারতীয় বাজারে টু-হুইলার সেক্টরের রমরমা। প্রায় দিন নতুন বাইক লঞ্চ হয়ে চলেছে এখানে। আকর্ষণীয় আর মাস্কুলার লুক সহ ভারতীয় বাজারে চলে এসেছে Yamaha MT 15 V2। দুর্দান্ত মাইলেজের পাশাপাশি থাকছে শক্তিশালী ইঞ্জিন। সস্তায় পেয়ে যাবেন এই মডেলটি। মাত্র 20 হাজার টাকা দিলেই বাড়িতে আনতে পারবেন এই মডেল!

Yamaha MT 15 V2-এর ফিচারস

সবার প্রথমেই আমরা এই বাইকের ফিচার সম্পর্কে কথা বলব। এতে রয়েছে টিউবলেস টায়ার। এছাড়া আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি পেয়ে যাবেন। বাইক চালানোর সময় কল আর ইমেইলের নোটিফিকেশন ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়া বেশ ভালই সিটিং ক্যাপাসিটি রয়েছে Yamaha MT 15 V2-তে। এতে আপনারা আটটি রঙের বিকল্প পেয়ে যাবেন।

Yamaha MT 15 V2-এর ইঞ্জিন

এই বাইকে 155cc-র বড় ও শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের সাথেই রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। প্রতি লিটারে 56 কিলোমিটার মাইলেজ দিতে পারে Yamaha MT 15 V2। এছাড়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে ছোট এটি।

Yamaha MT 15 V2-এর দাম

Yamaha MT 15 V2 যুবকদের অন্যতম প্রিয় একটি মডেল। এর এক্স শোরুম দাম 1.68 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং এর পরে, পরবর্তী 36 মাস প্রতি মাসে 4,768 টাকার মাসিক EMI জমা করতে হবে।