Bike Loan

Hero XPulse 200: হিরোর নতুন অ্যাডভেঞ্চার বাইক! অনায়াসে ছুটবে পাহাড় টু জঙ্গল, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

hero-xpulse-200-features-and-price-2024

গত কয়েক বছর ধরে Hero Motocorp ভারতীয় বাজারে রমরমিয়ে ব্যবসা করছে। গ্রাহকদের মধ্যে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে এই কোম্পানি। সাধারণ বাইক থেকে শুরু করে স্পোর্টস বাইক সবই ম্যানুফ্যাকচার করে থাকে এই কোম্পানি। আপনারা ভালো অ্যাডভেঞ্চার বাইক কিনতে চাইলেও পেয়ে যাবেন।

সম্প্রতি Hero Motocorp আরও একটি অ্যাডভেঞ্চার অফ রোড বাইক লঞ্চ করেছে। যুবকদের মন জিততে ভারতীয় বাজারে চলে এসেছে XPulse 200। কত দাম এক বাইকের? কী কী ফিচার্স রয়েছে এতে? এই ধরনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

Hero XPulse 200-এর শক্তিশালী ইঞ্জিন

এই বাইকে 200cc-র অয়েল কুল্ড 4 ভালভ BS 6 ইঞ্জিন রয়েছে। যা 8,000 rpm-এ 19 bhp শক্তি ও 6,500 rpm-এ 17.35 Nm টর্ক উৎপাদন করে। এর পাশাপাশি অন বোর্ড OBD2 দেওয়া হয়েছে এই বাইকে। ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

Hero XPulse 200-এর ফিচার্স

যুবকদের আকর্ষণ করার জন্য Hero XPulse 200 বাইকে বেশ কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। এতে আপনারা রেইলি স্টাইল উইন্ডশীল, লাগেজ প্লেট, LED DRL, আপডেটেড রাইডার ফুট পেগ, USB চার্জিং সাপোর্ট, নতুন ক্লাস ডি LED প্রজেক্টর হেড ল্যাম্পের মতো ফিচার্স রয়েছে। এছাড়া এতে হ্যান্ডেল বার পেয়ে যাবেন।

Hero XPulse 200-এর লুক

Hero XPlus 200-তে আপনারা 5 টি দুর্দান্ত রঙের অপশন পেয়ে যাবেন। এছাড়া এতে বোল্ড গ্রাফিক্স আর আকর্ষণীয় ডুয়াল টোনের মেলবন্ধন রয়েছে। এই বাইকের বেস মডেলে ব্ল্যাক স্পোর্টস রেড, ম্যাট নেক্সাস ব্লু আর টেকনো ব্লু-এর মত রংয়ের অপশন রয়েছে। অপরদিকে এই বাইকের টপ ভেরিয়েন্টে রেলি এডিশন গ্রাফিক্স রয়েছে।

Hero XPulse 200-এর দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.46 লাখ টাকা।