Honda NX500 : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Honda NX500 ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে। আপনারা এখন এই বাইকটি বুক করতে পারবেন। এতে রয়েছে বেশ কিছু এডভান্স টেকনোলজি। জেনে নিন বিস্তারিত।
Honda NX500-এর ফিচারস সহ বিস্তারিত তথ্য :
Honda NX500 EICMA 2024-এ প্রদর্শন করা হয়েছিল। এই মডেলটি CB500X মডেলটির সফলতার পর বাজারে আনা হচ্ছে। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। গতবছর এই মডেলটি ডেবিউ করেছিল। NX500 মডেলে 471 cc Parallel Twin Engine রয়েছে। যা 8,600 rpm-এ 47 bhp শক্তি ও 6,500 rpm এ 43 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে Slipper Clutch ও 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকে আপনারা স্মুথ জার্নি উপভোগ করবেন।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
এছাড়া এই মডেলে 5 ইঞ্চ Full Colour TFT Display পেয়ে যাবেন। সূর্যের আলোতেও ডিসপ্লেটি দেখতে আপনাদের কোন অসুবিধা হবে না। এতে রয়েছে Single Seat। দূরের রাস্তায় আপনাদের কমফোর্ট দেবে এই সিট। এর সামনে রয়েছে 41 mm Upside Down Fork আর পিছনে Monoshock। এই বাইকে Dual Channel ABS পেয়ে যাবেন। NX500 বাইকের এক্স শোরুম মূল্য 5 লাখ 90 হাজার টাকা। এটি তিনটি রঙে উপলব্ধ। এতে আপনারা Pearl Horizon, Matte Gunpowder Black Metallic ও Grand Prix Red রং পেয়ে যাবেন।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
আপনারা যদি NX500 মডেলটি কিনতে চান তাহলে নিকটবর্তী Honda Dealership-এ যেতে পারেন অথবা Honda-র অফিসিয়াল ওয়েবসাইটে বুক করতে পারেন। এই মডেলে আরামদায়ক জার্নির পাশাপাশি টেকনোলজি আর দুর্দান্ত ইঞ্জিন পেয়ে যাবেন।