Bike Loan

বাইক কে হার মানাবে Honda এর এই স্কুটার! Yamaha ও Bajaj কে টেক্কা দিতে আসছে Honda এর নতুন স্কুটার, আবার মাইলেজও সেরা

Aindrila Dhani

Updated on:

Honda Forza 350

Honda Forza 350: Honda সম্প্রতি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। এবার লঞ্চ করতে চলেছে পেট্রোল স্কুটার। সূত্র মারফত জানা যাচ্ছে, Honda খুব শীঘ্রই ভারতীয় বাজারে নিয়ে আসবে Forza 350। এই ইলেকট্রিক স্কুটার প্রতি লিটারে 30 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এতে আপনারা বেশ কিছু আধুনিক ফিচার দেখতে পাবেন। এর লুক হবে স্পোর্টি। জেনে নিন বিস্তারিত।

Honda Forza 350 এর ইঞ্জিন

Honda Forza 350 স্কুটারে 279 cc liquid cooled ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 25 PS শক্তি ও 27.2 Nm টর্ক উৎপাদন করে। প্রতি লিটারে 30 কিলোমিটার পথ যেতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এর ওজন 184 কিলোগ্রাম।

   

আরো পড়ুন: Honda NX500 : বাজার কাঁপাচ্ছে Honda-র ব্র্যান্ড নিউ NX500, ফিচারস দেখে কপালে উঠবে চোখ

Honda Forza 350 র ফিচার

এই ইলেকট্রিক স্কুটারে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, ইলেকট্রনিক উইন্ডস্ক্রিন ও LED lighting Set up যুক্ত করা হয়েছে। এই স্কুটারের সিটের নিচে বেশ অনেকটাই স্টোরেজ রয়েছে। আপনারা এই স্টোরেজে full face helmet রাখতে পারবেন। এর সাথে রয়েছে 12V এর সকেট আর USB চার্জার। এর সাহায্যে আপনারা নিজের ফোন চার্জ করতে পারবেন।

Honda Forza 350 র সাসপেনশন

এই মডেলের সামনে 33 mm টেলিস্কোপিক ফর্ক রয়েছে। এতে 7 stage pre load adjustability রয়েছে। সামনে রয়েছে 256 mm ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে 240 mm ডিস্ক ব্রেক। এই বাইকে পেয়ে যাবেন dual channel ABS। এই স্কুটারে 14 ইঞ্চির টায়ার আর 15 ইঞ্চির চাকা পেয়ে যাবেন।

আরো পড়ুন: Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

Honda Forza 350 মডেলের দাম

এই পেট্রোল স্কুটার এর দাম শুরু হচ্ছে 2 লাখ 70 হাজার টাকা থেকে। সম্ভবত 2024 এর মার্চ মাসে এটি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর Honda Forza 350 মডেলের প্রতিযোগিতা হবে Yamaha Aerox 155 এর সাথে।

ফিচারসবিস্তারিত
ইঞ্জিন279 সিসি তরল-শীতল ইঞ্জিন, 25 পিএস শক্তি, 27.2 এনএম পিক টর্ক, 30 কিলোমিটার/লিটার মাইলেজ
লাইটিং এবং ইন্সট্রুমেন্টসএলইডি লাইটিং সেটআপ, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইলেক্ট্রনিক উইন্ডস্ক্রিন
স্টোরেজসিটের নীচে স্টোরেজ, 12ভোল্ট সকেট, ইউএসবি চার্জার
ব্রেকিং এবং সাসপেনশন33 মিমি টেলিস্কোপিক ফোর্ক, রিয়েল মোড়ানো টুইন শক অ্যাবসর্বার, 256 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক, 240 মিমি রিয়ার ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল এবিএস
হুইল এবং টায়ার15 ইঞ্চি ফ্রন্ট হুইল, 14 ইঞ্চি রিয়ার টায়ার
মূল্যআনুমানিক আরম্ভিক মূল্য 2.70 লাখ টাকা, মার্চ 2024 লঞ্চ করা যেতে পারে
প্রতিযোগিতাইয়ামাহা এরক্স 155