Bike Loan

নতুন লুকে নতুন ভাবে আবার ফিরছে 90’s-এর কিং মডেল Honda CD100, থাকছে আকর্ষণীয় ফিচারস, কত হবে দাম?

Aindrila Dhani

Published on:

Honda CD100

Honda CD100: ভারতের রাস্তায় Honda র প্রচুর গাড়ি দেখতে পাওয়া যায়। Honda র পাশাপাশি ভারতীয়রা Bajaj Pulsar বেশ পছন্দ করে থাকেন। এবার Bajaj Pulsar কে টক্কর দিতে আসছে Honda CD100। নতুন লুক আর ইঞ্জিন দিয়ে অটোমেকার সেক্টরে হুলুস্থলু ফেলে দেবে। জেনে নিন বিস্তারিত।

Hero Honda CD100 একসময় খুব জনপ্রিয় ছিল। নব্বই এর দশকে গ্রাহকরা এই মডেলটি বেশ পছন্দ করতেন। এর ডিমান্ড সেই সময় দেখার মত ছিল। Hero Honda CD100 বেশ কয়েক বছর ভারতীয় বাজারে রাজত্ব করেছে। এই বাইকটি Hero আর Honda মিলিতভাবে মার্কেটে লঞ্চ করেছিল। তবে পরবর্তী সময়ে কোম্পানির তরফ থেকে এই মডেলটি বন্ধ করে দেওয়া হয়। এখন Hero আর Honda পৃথক দুটি কোম্পানি। তবে আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে। নব্বই এর দশকের এই মডেলটি আবার বাজারে আনতে চলেছে Honda। নতুন অবতারে আসবে Honda CD100।

আরো পড়ুন: Yamaha RX100 : ফের বাজার কাঁপাতে আসছে 90’s-এর কিং RX100, থাকবে নজরকাড়া লুক ও আকর্ষণীয় ফিচারস

এখনও পর্যন্ত অনেকের কাছেই এই গাড়ির পুরনো মডেল রয়েছে। তবে নতুন লুকে খুব শীঘ্রই চলে আসবে Honda CD100। এই একই সেগমেন্টে ভারতীয় বাজারে রাজত্ব করছে Hero, TVS আর Bajaj এর মডেল। পুনরায় এই সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে Honda CD100। এই নতুন বাইকের লুক বেশ স্টাইলিশ হবে। আর দাম বাজেট ফ্রেন্ডলি হবে। বাইকটির মডেল সামনে এসেছে। বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে Honda Shine 100 ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে। এই সেগমেন্টে আরো কয়েকটি বাইক লঞ্চ করবে কোম্পানি।

আরো পড়ুন: Honda NX500 : বাজার কাঁপাচ্ছে Honda-র ব্র্যান্ড নিউ NX500, ফিচারস দেখে কপালে উঠবে চোখ

সম্প্রতি চীনে Honda মিলিতভাবে CG 15 লঞ্চ করেছে। এতে সাদা আর নীল রঙের ডিজাইন করা হয়েছে। এই রং এর কম্বিনেশনে বাইকটি বেশ আকর্ষণীয় লাগছে। এই একই কম্বিনেশনে Honda CD100 আপনারা দেখতে পারেন। চিনে যে বাইকটি লঞ্চ হয়েছে তার দাম 7,480 Yuan অর্থাৎ 89 হাজার 800 টাকা। CD 100 বাইকের মতো ডিজাইন করা হয়েছে CG 15 এ। এটি চীনে সফলতার সাথে বিক্রি হচ্ছে। তবে ভারতের লঞ্চ হওয়ার পর Honda CD100 মডেলের ইঞ্জিন আর ফিচারে কিছু বদল করা হবে।