Bike Loan

Honda Activa Electric : নতুন চমক নিয়ে বাজারে আসছে Honda-র Activa Electric, দাম থাকবে সাধ্যের মধ্যে

Aindrila Dhani

Published on:

Honda Activa Electric

Honda Activa Electric মডেলের সঠিক লঞ্চ ডেট এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, 2024-এর মার্চ মাসে এটি লঞ্চ হতে পারে। জেনে নিন এই মডেলটির স্পেসিফিকেশন।

Honda Activa Electric-এর বিস্তারিত তথ্য : 

একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি 250 কিলোমিটার রেঞ্জ দেবে। এই মডেল অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় বেশি রেঞ্জ দিতে সক্ষম। সত্যিই যদি Honda Activa Electric এত বেশি রেঞ্জ দিতে পারে তাহলে শহরের মধ্যে ভ্রমণ করার পাশাপাশি দূর দূরান্তের রাস্তায় এটি ব্যবহার করা যাবে। এর সাথে আপনারা Lithium-Ion ব্যাটারি পেয়ে যাবেন। এর সাথে পেয়ে যাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট। এই স্কুটারের মোটর সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে, Honda Activa Electric-এর মটর দুর্দান্ত পারফরমেন্স দেবে।

   

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এতে কিন্তু বেশ ভালো ফিচারস রয়েছে। এই স্কুটারে আপনারা পেয়ে যাবেন LED Light, USB Charging Port, Smart Connectivity, Digital Instrument Cluster ইত্যাদি। এই ইলেকট্রিক স্কুটার এর ছবি অফিশিয়ালি সামনে না আনা হলেও, এই সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। Activa Silhouette-এর মতো ডিজাইন আশা করা হচ্ছে। এই মডেলে হয়তো স্টাইলিশ Alloy Wheels, Sleek Curves আর Closed Front Panel দেখতে পাবেন।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

তবে এই ইলেকট্রিক স্কুটারের দাম সংক্রান্ত অন্যান্য তথ্য আমাদের সামনে আনা হয়নি। কিন্তু শিল্প বিশ্লেষকেরা অনুমান করছে, এই মডেলটির দাম 1 লাখ টাকা থেকে 1 লাখ 20 হাজার টাকার মধ্যে হতে পারে। এই মডেলটি লঞ্চ হওয়ার পর ভারতীয় টু-হুইলার বাজারে আকর্ষণীয় পরিবর্তন চোখে পড়তে পারে। ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আকর্ষণ আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।