Bike Loan

Hero Thriller 160R 4V : বাংলাদেশীদের জন্য দারুন খবর, লঞ্চ হয়েছে Hero র নতুন বাইক। রয়েছে দারুন ফিচারস

Aindrila Dhani

Published on:

Hero Thriller 160R 4V

বাংলাদেশী বাইক-প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর। অবশেষে বাংলাদেশে লঞ্চ হয়েছে New Hero Thriller 160R 4V। অনেকদিন ধরেই এই মডেল নিয়ে জল্পনা কল্পনা চলছিল। এবার বাস্তবে বাংলাদেশে পৌঁছে গেছে Hero র নতুন বাইক Hero Thriller 160R 4V। এই বাইকটি সর্বোচ্চ 16.7 bhp শক্তি উৎপাদন করে। বাংলাদেশের অন্যতম শক্তিশালী বাইক হতে চলেছে এটি। 160 cc সেগমেন্টের দুর্ধর্ষ একটি মডেল হল Hero Thriller 160R 4V। এতে রয়েছে 4 Valve ইঞ্জিন। আর এতে পেয়ে যাবেন USD fork suspension। জেনে নিন বিস্তারিত।

Hero Thriller 160R 4V বাইকের ডিজাইন

সবার প্রথমে এই মডেলের ডিজাইন সম্পর্কে কথা বলব। বাইকটির নতুন ডিজাইনের ফুয়েল ট্যাংকে স্পোর্টি গ্রাফিক্স দেখতে পাবেন। এর কারণে আগের তুলনায় এই মডেলটি আরও বেশি অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে। এতে রয়েছে গোল্ডেন রঙের USD Suspension। এটি বাইকের মাসকুলার লুকের জন্য দায়ী। এই মডেলের ফিনিশিং কিন্তু প্রিমিয়াম। এতে কোন প্যানেল গ্যাপ নেই। এই বাইকে আপনারা নতুন ইনভার্টেড LCD কনসোল পেয়ে যাবেন। এই কনসোলে স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গ্যাস, ক্লক সহ অন্যান্য ফিচার পেয়ে যাবেন।

Hero Thriller 160R 4V বাইকের ইঞ্জিন

Hero Thriller 160R 4V বাইকে রয়েছে 165cc 4 Valve, SOHC, Air ও Oil cooled সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা 8,500 rpm এ সর্বোচ্চ 16.7 bhp শক্তি ও 6,500 rpm এ 14.6 Nm টর্ক উৎপাদন করে। যা আগের তুলনায় প্রায় 1 bhp শক্তি ও 1 Nm টর্ক বেশি উৎপাদন করবে। আপনারা আগের তুলনায় ভালো মাইলেজ পাবেন এই বাইকে। ভালো মাইলেজ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে Fi সিস্টেম। এই বাইকে স্মুথ ট্রান্সমিশনের জন্য পেয়ে যাবেন 5 স্পিড গিয়ারবক্স ও মাল্টিপল ওয়েট ক্লাচ। আপনাদের জানিয়ে রাখি, পুশ না করেই 3 ডিজিট স্পিড স্পর্শ করবে এই বাইক।

Hero Thriller 160R 4V বাইকের ফিচার

Hero Thriller 160R 4V বাইকে LED হেডলাইট ব্যবহার করা হয়েছে। এটি বেশ আকর্ষণীয় লুক দিচ্ছে বাইকটিকে। দিন হোক বা রাত এই লাইটের দৌলতে আপনাদের বাইক চালাতে কোন অসুবিধা হবে না। এছাড়া এতে রয়েছে LED turn light ও LED tail light। এই নতুন বাইকে আপনারা USB Charging Port পেয়ে যাবেন।

Hero Thriller 160R 4V বাইকের অন্যান্য তথ্য

এই মোটরসাইকেলের সামনে রয়েছে 276 mm ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে 220 mm ডিস্ক ব্রেক। এর সামনে রয়েছে 110/80-70 টিউবলেস টায়ার ও পিছনের রয়েছে 130/70 R17 টিউবলেস টায়ার। এই বাইক এর আনুমানিক এক্স শোরুম মূল্য ২৫৪৯৯০ টাকা।

এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।