Bike Loan

Hero Classic 125: মাত্র 55 হাজারে হিরোর স্টাইলিশ বাইক! চাবুক গতির সঙ্গে হাই রেঞ্জ

Aindrila Dhani

Published on:

hero-classic-125-price

Hero Motocorp ভারতের স্বনামধন্য টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি এবার তাদের নতুন কমিউটার বাইক Hero Classic 125। এতে ক্লাসিক স্টাইলের পাশাপাশি রয়েছে মডার্ণ ফিচার্স ও দুর্দান্ত ফুয়েল এফিসিয়েন্সি। 125cc সেগমেন্টের দারুন একটি মডেল এটি।

Hero Classic 125-এ টাইমলেস কমিউটার ডিজাইন করা হয়েছে। এতে গোলাকার LED হেডলাইট, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর ও হ্যালোজেন টেইল লাইট রয়েছে। এছাড়া এই বাইকে হ্যালোজেন টেরালাইট সেট আপ রয়েছে। ফলে স্টাইল ও রাতের ভিজিবিলিটি দুটোই বৃদ্ধি পেয়েছে।

Hero Classic 125 বাইকের ফিচার্স

গুড লুকের পাশাপাশি এই বাইকে মডার্ণ ফিচার্স যুক্ত করা হয়েছে। এতে ডিজিটাল মিটার কনসোল রয়েছে। এই ডিসপ্লেতে বাইকের স্পিড, ফুয়েল লেভেল, ডিজিটাল ওডোমিটার, ট্রিপ মিটার ইত্যাদি দেখার সুবিধা রয়েছে। কোম্পানি Hero Classic 125 -এ সেফটির দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে। সেফটি ফিচার হিসেবে এতে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনার ডিভাইস চার্জ দেওয়ার জন্য এই বাইকে USB চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

Hero Classic 125 বাইকের ইঞ্জিন

এতে 125cc-র সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাথে 3 ভালভ কনফিগারেশন রয়েছে।

Hero Classic 125: সাসপেনশন

আরামদায়ক রাইডিং উপভোগ করার জন্য Hero Classic 125-এর সামনে টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন ও পিছনে হাইড্রলিক সেট আপ দেওয়া হয়েছে।

Hero Classic 125  দাম ও প্রতিদ্বন্দ্বী

কমিউটার বাইকগুলির জন্য 125cc সেগমেন্ট যুদ্ধক্ষেত্রের সমান। এই সেগমেন্টে Hero Classic 125 -এর প্রতিদ্বন্দ্বী হল- Bajaj Pulsar 125 ও TVS Raider। এই বাইকের সম্ভাব্য এক্স শোরুম দাম 55 হাজার টাকা। এটি আগামী 2-3 মাসের মধ্যে ভারতীয় মার্কেটে চলে আসবে।