Hero Motocorp ভারতে লঞ্চ করেছে Mavrick 440। টু-হুইলার কোম্পানি হিসেবে Hero Motocorp ভারতীয় মার্কেটে ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এখন এই কোম্পানি নিজেদের লাইন আপ বৃদ্ধি করার দিকে অগ্রসর হচ্ছে। তাদের লাইন আপ বৃদ্ধি করার জন্য লঞ্চ হয়েছে Hero Mavrick 440। Valentine’s Day উপলক্ষে Hero Motocorp তার এই মডেলটি মাত্র 1 লাখ 99 হাজার টাকায় নিয়ে এসেছে। এটি কিন্তু এক্স শোরুম মূল্য। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ বাইক। এই মডেলটি আপনারা তিনটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন।
Hero Mavrick 440-এর ফিচারস সহ অন্যান্য তথ্য :
এই মডেলটির Base ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1 লাখ 99 হাজার টাকা, Mid ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 2 লাখ 14 হাজার টাকা আর Top ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 2 লাখ 24 হাজার টাকা। এই বাইকটি আপনারা পাঁচটি পৃথক রঙে পেয়ে যাবেন। আপনি জানিয়ে রাখি, ইতিমধ্যে Hero Motocorp তার Mavrick 440 মডেলের প্রি বুকিং শুরু করে দিয়েছে। আপনারা চাইলে Hero Motocorp এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি বুক করতে পারবেন। আর এপ্রিল থেকে Hero Mavrick 440 মডেলটির ডেলিভারি শুরু হয়ে যাবে।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
Hero Motocorp তার গ্রাহকদের জন্য লঞ্চ করেছে ‘Welcome to Mavrick Club offer’। এই অফারের দৌলতে 15 ই মার্চের মধ্যে Hero Mavrick বুক করলে 10 হাজার টাকার সমমূল্যে কাস্টমাইজড Mavrick accessories আর Kit পেয়ে যাবেন। এই বাইকে দুর্দান্ত টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সাথে পেয়ে যাবেন দারুন পারফরমেন্স। এই মডেলে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
Hero Mavrick 440 মডেলের সামনে গোলাকার headlamp, muscular fuel tank, wide handlebar এর মতো রেট্রো স্টাইল যুক্ত করা হয়েছে। এই মডেলে আপনারা 17 ইঞ্চির চাকা পেয়ে যাবেন। এই বাইকের ground clearance 175 mm। এতে রয়েছে 440 cc, oil/air cooled, single cylinder ইঞ্জিন। যা 27 bhp শক্তি ও 38 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকে আপনারা TFT display, Bluetooth connectivity ও Turn by Turn Navigation এর মত আধুনিক ফিচার পেয়ে যাবেন।