Hero Hunk: Apache কে হার মানাবে Hero! আকর্ষণীয় টিচারের সাথে রয়েছে প্রতি লিটারে 60 কিলোমিটার মাইলেজ। Hero র যেকোন মডেল ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথেই জনপ্রিয় হয়ে ওঠে। TVS Apache এর সব থেকে বড় প্রতিদ্বন্দি এই কোম্পানির মডেল। হঠাৎ Hero Hunk এর বিক্রি কমে যাওয়ায়, মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল।, তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আবার লঞ্চ হতে চলেছে Hero Hunk। সম্পূর্ণ নতুন লুকে লঞ্চ হবে এই মডেল। এতে আপনারা পেয়ে যাবেন এডভান্স টেকনোলজি আর দারুণ ফিচারস।
নতুন Hero Hunk এ রয়েছে শক্তিশালী ইঞ্জিন
এই বাইকে 149 cc র BS6 air cooled ইঞ্জিন রয়েছে। যা 8,500 rpm এ 15 bhp শক্তি উৎপাদন করে। এই মডেলের সামনে রয়েছে ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক। যদি মাইলেজার কথা বলি, এই বাইক এর পুরনো মডেলটি প্রতি লিটারে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিত। নতুন মডেলটি প্রতি লিটারে মাইলেজ দেবে 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার।
আরো পড়ুন: রূপে-গুণে স্টাইলিশ, মাইলেজও দুর্দান্ত! বাজার মাতাতে লঞ্চ হল Hero Splendor Plus Xtec
Hero Hunk এর আকর্ষণীয় লুক
Hero Hunk এর লুকের কথা বলতে গেলে, এই বাইকের রয়েছে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ট্যাংক ফুল করলে কোন অসুবিধা ছাড়াই আপনারা অনেক দূরের রাস্তায় যেতে পারবেন। এর আগের মডেলের ডিজাইন বেশ অনন্য ছিল। তৎকালীন সময়ে এই মডেল ষাঁড়ের অনুসরণে তৈরি করা হয়েছিল। শোনা যাচ্ছে, এবারও Hero Hunk এর ডিজাইন ইউনিক করা হবে।
Hero Hunk এর আধুনিক ফিচারস
Hero Hunk মডেলে রাইডিং মোড, মোবাইল কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, নেভিগেশন, dual channel ABS, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, engine on/off button সহ বেশ কিছু ফিচার পেয়ে যাবেন।
Hero Hunk এর দাম
Hero Hunk এর এক্স শোরুম মডেলের আনুমানিক দাম 99 হাজার টাকা থেকে শুরু হতে পারে। এই বাইকের প্রতিদ্বন্দ্বী হবে Pulsar N160, TVS Apache, Honda SP 160।