Bike Loan

রূপে-গুণে স্টাইলিশ, মাইলেজও দুর্দান্ত! বাজার মাতাতে লঞ্চ হল Hero Splendor Plus Xtec

Aindrila Dhani

Published on:

Hero Splendor Plus Xtec

Hero Splendor Plus Xtec: Hero Motocorp ভারতীয় টু-হুইলার মার্কেটের অ-বিতর্কিত লিডার। Hero Motocorp এর লাইন আপে যুক্ত হয়েছে আরেকটি নতুন মডেল। সম্প্রতি লঞ্চ হয়েছে Hero Splendor Plus Xtec। এই আইকনিক Splendor Plus ভেরিয়েন্টে বেশ কিছু আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে, 100 cc কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে অল্প সময়েই নিজস্ব জায়গা তৈরি করে নেবে এই মডেলটি।

এই মডেলের পূর্বসূরী মডেলগুলির কেবলমাত্র সাশ্রয় আর ব্যবহারকারীতার দিকে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু Splendor Plus Xtec মডেলের ক্ষেত্রে কোম্পানি প্রিমিয়াম ফিচার যুক্ত করেছে। তবে মডেলের দাম কিন্তু প্রিমিয়াম হবে না। সচরাচর এই ধরনের ফিচার বাজেট ফ্রেন্ডলি মডেলে দেখা যায় না। জেনে নিন বিস্তারিত।

আরো পড়ুন: Hero Mavrick : দাম মাত্র ২ লক্ষ টাকা, বুক করলেই পাওয়া যাচ্ছে 10 হাজার টাকার ফ্রি গিফট।

এই মডেল রয়েছে সেগমেন্ট ফার্স্ট ফুল ডিজিটাল মিটার। এনালগ ডায়ালের বদলে এবার আপনারা পাবেন ডিজিটাল মিটার। সাথে থাকবে আধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাসটার। এর সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। আপনারা সহজেই নিজেদের স্মার্টফোনের সাথে বাইকটি কানেক্ট করতে পারবেন। ফলে SMS alerts থেকে শুরু করে call recieve এর মত সুবিধা পেয়ে যাবেন। এই মোটরসাইকেলে Real time milege indicator যুক্ত করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে আপনারা গাড়ি চালাতে চালাতেই মাইলেজ দেখতে পাবেন। এছাড়া ফোন চার্জের জন্য রয়েছে USB charging port। শুধুমাত্র ফোন নয় আপনারা নিজেদের যেকোনো ডিভাইস চার্জ করতে পারবেন।

আরো পড়ুন: খুব সস্তায় কিনুন Hero কোম্পানির এই বাইক! দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় ডিজাইনে Hero-র নতুন স্পোর্টস বাইক

তবে Splendor Plus Xtec কেবলমাত্র টেকনোলজির জন্য নয়, নিজের আকর্ষণীয় লুক দিয়েও জিতে নেবে গ্রাহকদের মন। এই মডেলে স্টাইলিশ ফুয়েল ট্যাংক, চমকপ্রদ বডিওয়ার্ক আর আকর্ষণীয় ডিক্যাল যুক্ত করা হয়েছে। এতে আপনারা Pearl white, Sparkling Beta Blue, Tornado Grey আর Canvas Black রঙ পেয়ে যাবেন। এই মোটরসাইকেলে 97.2 cc ইঞ্জিন রয়েছে। যা 7.9 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 79 হাজার 911 টাকা থেকে। Splendor Plus Xtec তার প্রতিযোগী Honda Shine এর তুলনায় সাশ্রয়ী।