Bike Loan

Hero Mavrick : দাম মাত্র ২ লক্ষ টাকা, বুক করলেই পাওয়া যাচ্ছে 10 হাজার টাকার ফ্রি গিফট।

Aindrila Dhani

Published on:

Hero Mavrick 440

Hero Mavrick 440 : Hero Motocorp অবশেষে লঞ্চ করেছে Mavrick 440। এই নতুন মডেলের দাম ঘোষণা করেছে কোম্পানি। Hero Motocorp এর বিভিন্ন ধরনের মোটরসাইকেল ভারতীয় রাস্তায় দেখা যায়। এই মডেলের তিনটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন – Base, Mid আর Top। Base ভেরিয়েন্ট এর দাম 1 লাখ 99 হাজার টাকা আর Mid ভেরিয়েন্টের দাম 2 লাখ 14 হাজার টাকা। অপরদিকে Top ভেরিয়েন্ট এর দাম 2 লাখ 24 হাজার টাকা। এগুলি এক্স শোরুম মডেলের মূল্য।

ইতিমধ্যে এই মডেলের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখন বুক করতে পারবেন। তবে ডেলিভারি শুরু হবে 2024 এর এপ্রিল মাস থেকে। এই মডেলের জন্য কোম্পানি ঘোষণা করেছে ‘Welcome to Mavrick Club offer’ এর। যাঁরা 15 ই মার্চের আগে Hero Mavrick 440 অর্ডার করবেন তাঁরা এই অফারের সুবিধা পাবেন। এই অফারে বুকিং করলে গ্রাহকরা 10 হাজার টাকা সমমূল্যের Accessories ও Mavrick Kit পেয়ে যাবেন।

Hero Mavrick 440 মডেলের ডিজাইন

Hero Mavrick 440 মডেলের ডিজাইনে আপনারা নিও-রেট্রো এলিমেন্ট দেখতে পাবেন। এছাড়া এই মডেলে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে। এটি একটি রোডস্টার মডেল। এই মোটরসাইকেলে LED লাইটিং করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার। এটি নেগেটিভ ডিসপ্লের ব্যবহার করছে। এটা আপনারা ব্লুটুথ কানেক্টিভিটিভ পেয়ে যাবেন।

আরও পড়ুন : Hero Splendor 2024 Sports Edition : দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় ডিজাইন সহ লঞ্চ হয়েছে নতুন স্পোর্টস বাইক, নামমাত্র দামে কিনে ফেলুন এই মডেলটি।

আরো পড়ুন : Top 9 Bikes 2024 : নতুন বছরের প্রথম মাসেই লঞ্চ হয়েছে 9টি দুর্দান্ত বাইক, ফিচারস ও লুক দেখে পরে যাবেন প্রেমে

Hero Mavrick 440 মডেলের ইঞ্জিন

এই মোটরসাইকেলে 440 cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 6,000 rpm এ 27 bhp শক্তি ও 4,000 rpm এ 36 Nm টর্ক উৎপাদন করে। আপনারা যাতে হাইওয়েতে সমস্যা ছাড়াই রাইডিং করতে পারেন তার জন্য এই মডেলের ইঞ্জিনে বিশেষভাবে লো এন্ড টর্ক টিউন ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 6 স্পিড ইউনিট গিয়ারবক্স পেয়ে যাবেন। এর সাথে রয়েছে slip and assist clutch।